উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টি, মৃত ১২, নিখোঁজ বহু

মেঘভাঙা বৃষ্টিতে এবং প্রবল ধসে উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ১২ জনের। নিখোঁজ ২৫ জন। শুক্রবার দিনের ব্যস্ত সময়ে পিথোরাগড় এবং চামোলিতে আচমকাই ধস নেমে আসে। বহু মানুষ বাড়ি-সমেত ধসের নীচে চাপা পড়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৬ ১৬:৩৯
Share:

মেঘভাঙা বৃষ্টিতে এবং প্রবল ধসে উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ১২ জনের। নিখোঁজ ২৫ জন। শুক্রবার দিনের ব্যস্ত সময়ে পিথোরাগড় এবং চামোলিতে আচমকাই ধস নেমে আসে। বহু মানুষ বাড়ি-সমেত ধসের নীচে চাপা পড়ে যায়। পিথোরাগড়ে মৃত্যু হয়েছে ৮ জনের এবং চামোলিতে মৃত্যু হয় ২ জনের। এ দিন পিথোরাগড়ের সিঙ্গালিতে প্রায় দু’ঘণ্টা ধরে ১০০ মিলমিটারের মতো বৃষ্টি হয়। সাতটি গ্রামের বেশির ভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাড়ি ভেঙে পড়ে। প্রশাসন সূত্রে খবর, ওই সাতটি গ্রাম থেকে ২৫ জন নিখোঁজ হয়ে গিয়েছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত মৃতদের পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারদের জন্য ২ লক্ষ টাকা করে ঘোষণা করেছেন তিনি। তিনি বলেন, “আমি নিজে পুরো পরিস্থিতির উপর নজর রাখছি। মৃতদের পরিবারদের সাহায্যের জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছি।” উদ্ধারকাজে নেমেছে আইটিবিপি এবং এসডিআরএফ-এর কর্মীরা।

Advertisement

বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, মেঘভাঙা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিঙ্গালি, পাট্টাকোট, ওগলা এবং থল গ্রামে। অনেক মানুষ ধসের নীচে চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করছে প্রশাসন। বৃহস্পতিবারই প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল রাজ্য আবহাওয়া দফতর। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে দফতর।

আরও খবর...

Advertisement

ড্রাগ কেনার টাকা না পেয়ে মাকে গুলি করে মারল কিশোর!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement