ফিরলেন ১৫৬ জন ভারতীয়

যুদ্ধ-বিধ্বস্ত দক্ষিণ সুদানে আটকে পড়া ১৫৬ জন ভারতীয়কে দেশে ফেরানো হল। এঁদের মধ্যে ন’জন মহিলা ও তিন জন শিশু। ছিলেন দু’জন নেপালি নাগরিকও। দক্ষিণ সুদানের রাজধানী জুবা থেকে ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমানে যাত্রা শুরু হয়।

Advertisement
শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৬ ০৩:২৮
Share:

যুদ্ধ-বিধ্বস্ত দক্ষিণ সুদানে আটকে পড়া ১৫৬ জন ভারতীয়কে দেশে ফেরানো হল। এঁদের মধ্যে ন’জন মহিলা ও তিন জন শিশু। ছিলেন দু’জন নেপালি নাগরিকও। দক্ষিণ সুদানের রাজধানী জুবা থেকে ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমানে যাত্রা শুরু হয়। বিমানে ছিলেন বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ। শুক্রবার দিল্লি বিমানবন্দরে অবতরণের আগে তিরুঅনন্তপুরমে কিছু ক্ষণের জন্য থামে বিমান। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে দেশে ফেরা ভারতীয়দের স্বাগত জানিয়েছেন। ধন্যবাদ জানান বায়ুসেনার অফিসারদেরও। জুবাতেই আটকে ছিলেন ৫৫০ ভারতীয়। তবে এঁদের মধ্যে অনেকেই ব্যবসার খাতিরে দেশে ফিরতে নারাজ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, দেশে ফেরানোর জন্য তাঁদের বোঝানোর চেষ্টা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন