Siddaramaiah

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন ১৩ জন! কী ঘটল সেখানে?

সোমবার পুত্তুরের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু সেখানে তিনি অনেক দেরিতে পৌঁছোন বলে অভিযোগ। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি, প্রায় ছ’ঘণ্টা ধরে বদ্ধ জায়গায় থেকে অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ২১:১৪
Share:

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। —ফাইল চিত্র।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ১৩ জন। সোমবার পুত্তুরের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু সেখানে তিনি অনেক দেরিতে পৌঁছোন বলে অভিযোগ। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি, প্রায় ছ’ঘণ্টা ধরে বদ্ধ জায়গায় থেকে অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন।

Advertisement

পুত্তুরের বিধায়ক অশোককুমার রাইয়ের একটি সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানের নাম— ‘অশোক জন গণ ২০২৫’। সেখানেই ঘটনাটি ঘটেছে। দুপুর ১২টা নাগাদ অনুষ্ঠানে পৌঁছোনোর কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু তিনি পৌঁছোন দুপুর ১টা নাগাদ। তার পর অনুষ্ঠান শেষ হতে বেজে যায় দুপুর ৩টে।

সংবাদমাধ্যম ‘ডেকান হেরাল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, শাড়ি এবং খাবার বিতরণের ওই অনুষ্ঠানে অন্তত এক লাখ মানুষ হাজির ছিলেন। তার ফলে দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেকে ডিহাইড্রেডেট (জলশূন্যতা) হয়েই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের পুত্তুরের সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সুপারের দফতর জানিয়েছে, অসুস্থ হয়ে পড়া ১৩ জনের মধ্যে তিন মহিলাকে ‘আইভি ফ্লুইড’ দেওয়া হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement