National news

প্রেমিককে দিয়ে কিশোরী ভাইঝিকে ধর্ষণ করাল পিসি, ঘটনা দিল্লির

নরম পানীয়ের সঙ্গে মদ মিশিয়ে তা জোর করে মেয়েটিকে খাইয়ে দেন পিসি। নিজেরাও নেশা করতে থাকেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৮ ১৯:৪৯
Share:

প্রতীকী ছবি।

পরিবারকে ছেড়ে মা চলে গিয়েছেন আগেই। বাবার সঙ্গে থাকত বছর তেরোর মেয়েটি। তার দেখাশোনা করতেন পিসি। রবিবার সেই পিসিই তার প্রেমিকের সঙ্গে মিলে মেয়েটিকে নিয়ে যায় একটি নির্জন জঙ্গলে। নরম পানীয়ের সঙ্গে মদ মিশিয়ে তা জোর করে মেয়েটিকে খাইয়ে দেন পিসি। নিজেরাও নেশা করতে থাকেন। এর পর পিসির সামনেই ওই কিশোরীকে ধর্ষণ করে তার প্রেমিক। পুলিশের কাছে এমন অভিযোগ দায়ের করেছেন ওই কিশোরীর বাবা। পুলিশের দাবি, গোটা ঘটনাটাই আগে থেকে পরিকল্পনা করে ঘটানো। মঙ্গলবার ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তার প্রেমিক পলাতক। ঘটনাটি উত্তর-পশ্চিম দিল্লির রোহিনীর শাহবাদ ডেয়ারি এলাকার।

Advertisement

কাঠুয়া, উন্নাও, সুরাত— একের পর ধর্ষণ-গণধর্ষণের ঘটনা এবং তার নৃশংসতায় সম্প্রতি শিউড়ে উঠেছে গোটা দেশ। যে রবিবার ওই কিশোরীর উপর ওই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সে দিনেই ১২ বছরের কমবয়সি মেয়েদের ধর্ষকদের মৃত্যুদণ্ডের অর্ডিন্যান্সে সই করেছেন রাষ্ট্রপতি।

রোহিণী এলাকার উপনগরপাল রজনীশ গুপ্ত বলেন, “শাহবাদ ডেয়ারিতে বাবার সঙ্গেই থাকে ওই মেয়েটি। ওই এলাকাতেই বাড়ি তার পিসির। বছর তিরিশের ওই মহিলার প্রেমিক মুকেশ কুমার পেশায় মিনি ট্রাক ড্রাইভার। ঘটনার দিন ওই মেয়েটিকে নিজের বাড়িতে ডেকে আনে তার পিসি। এর পর তাকে কথায় ভুলিয়ে জঙ্গলে নিয়ে যায়। সেখানেই হাজির হয় মুকেশ। এর পর কোল্ড ড্রিংকের সঙ্গে মদ মিশিয়ে দেয় তারা। কিন্তু মেয়েটি প্রথমে তা খেতে রাজি হয়নি। ফলে তাকে জোর করে ওই পানীয় খাইয়ে দেয় তার পিসি। নেশাগ্রস্ত হয়ে পড়ে মেয়েটি। এর পর অভিযুক্তেরা নিজেরাও মদ খেতে শুরু করে। মত্ত অবস্থাতেই পিসির সামনে ওই মেয়েটিকে ধর্ষণ করে মুকেশ।” ঘটনার পর বাড়ি ফিরে এলে মেয়েকে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখেন তার বাবা। সঙ্গে সঙ্গে মেয়েকে হাসপাতালে নিয়ে যান তিনি। শারীরিক পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। ২৪ ঘণ্টা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আপাতত তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন: নিজের বোনের সামনেই ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ কিশোরের!

আরও পড়ুন: আসারামের যাবজ্জীবন, ‘ন্যায় পেলাম’, বললেন নির্যাতিতার বাবা

উপনগরপাল জানিয়েছেন, রবিবার ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছে মুকেশ। মুকেশের খোঁজে শাহবাদ ডেয়ারি থানার পুলিশের একটি দল ইতিমধ্যেই বিহারে রওনা দিয়েছে। তিনি বলেন, “প্রাথমিক ভাবে অনুমান, গোটা ঘটনাটা আগে থেকে পরিকল্পিত ভাবেই করা হয়েছে। ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ওই মহিলার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।” অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াও পকসো (শিশুদের উপর যৌন নির্যাতন বিরোধী) আইনে মামলা রুজু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement