Madhya Pradesh Staff Selection

একটি পদ, আবেদনকারী ১৩০০০! মধ্যপ্রদেশে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় আবেদন ইঞ্জিনিয়ারদেরও

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ১৫ সেপ্টেম্বর। শেষ হওয়ার কথা ছিল ২৯ সেপ্টেম্বর। কিন্তু এত বেশি সংখ্যক আবেদন জমা পড়তে থাকে, যে শেষপর্যন্ত আবেদনের সময়সীমা বাড়িয়ে ৬ অক্টোবর করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৮:২২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

একটি কনস্টেবল পদে চাকরির পরীক্ষার জন্য আবেদন পড়েছে ১৩০০০! মধ্যপ্রদেশের পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষার ছবিটা এমনই। বেশ কয়েক বছর ওই রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা হয়নি। অবশেষে পরীক্ষা ঘোষণার পরই লাখ লাখ পরীক্ষার্থী আবেদন করছেন।

Advertisement

মধ্যপ্রদেশের স্টাফ সিলেকশন বোর্ডের তথ্য অনুযায়ী, মাত্র সাড়ে সাত হাজার কনস্টেবল পদের নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে এই সাড়ে সাত হাজার পদের জন্য ন’লক্ষ ৭৬ হাজার আবেদন জমা পড়েছে। অর্থাৎ, প্রায় ১৩০০০ প্রার্থী লড়াই করবেন একটি পদের জন্য। দশম শ্রেণি পাশ করলেই এই নিয়োগ পরীক্ষায় আবেদন করার সুযোগ রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আবেদনকারীদের মধ্যে অনেকেই পিএইচডি ডিগ্রিধারী, ইঞ্জিনিয়ার, স্নাতকোত্তর এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ১৫ সেপ্টেম্বর। শেষ হওয়ার কথা ছিল ২৯ সেপ্টেম্বর। কিন্তু এত পরিমাণ আবেদন জমা পড়তে থাকে, যে শেষপর্যন্ত আবেদনের সময়সীমা বাড়িয়ে ৬ অক্টোবর করা হয়। মধ্যপ্রদেশের স্টাফ সিলেকশন বোর্ড জানিয়েছে, লিখিত পরীক্ষা শুরু হবে ৩০ অক্টোবর থেকে। পরে শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। তার পরেই নিয়োগ। গোটা নিয়োগপ্রক্রিয়া শেষ হতে আগামী বছরে মে-জুন বলেই জানাচ্ছেন সংশ্লিষ্ট কর্তারা।

Advertisement

মধ্যপ্রদেশের স্টাফ সিলেকশন বোর্ডের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ন’লক্ষ ৭৬ হাজার আবেদনকারীর মধ্যে প্রায় ৪২ জনের পিএইচডি ডিগ্রি রয়েছে। শুধু তা-ই নয়, ১২০০-এর বেশি ইঞ্জিনিয়ার পুলিশ কনস্টেবলের নিয়োগ পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement