Diwali Carbide Gun

বোমার মতো ফাটে! মধ্যপ্রদেশে দীপাবলি উদ্‌যাপনে ‘কার্বাইড গান’ বাজিতে অন্ধই হয়ে গেল ১৪ শিশু, জখম আরও ১২২

গত তিন দিনে ভোপাল, ইনদওর, জবলপুর, গ্বালিয়রের বিভিন্ন হাসপাতালে বহু শিশুকে ভর্তি করানো হয়। খোঁজ নিয়ে দেখা যায়, ‘কার্বাইড গান’ ফাটানোর পর থেকেই তাদের চোখে দেখতে সমস্যা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৪:২৫
Share:

বাজির অভিঘাতে দৃষ্টি হারাল মধ্যপ্রদেশের বহু শিশু। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মধ্যপ্রদেশে আঁধার ডেকে আনল দীপাবলি! ‘কার্বাইড গান’ নামক দেশি বাজিতে দৃষ্টি হারাল ১৪ শিশু। জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও অন্তত ১২২।

Advertisement

গত তিন দিনে ভোপাল, ইনদওর, জবলপুর, গ্বালিয়রের বিভিন্ন হাসপাতালে বহু শিশুকে ভর্তি করানো হয়। খোঁজ নিয়ে দেখা যায়, ‘কার্বাইড গান’ ফাটানোর পর থেকেই তাদের চোখে দেখতে সমস্যা হচ্ছে। ঘটনাচক্রে, দীপাবলির ঠিক আগেই এই বাজিতে নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। তার পরেও কী ভাবে বাজারে পাওয়া গেল এই বাজি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিদিশা জেলার পুলিশ জানিয়েছে, এই বাজি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ছ’জনকে গ্রেফতার করেছে তারা। ইন্সপেক্টর আরকে মিশ্র বলেন, ‘‘জরুরি পদক্ষেপ করা হয়েছে। যারা কার্বাইড গান বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement

দীপাবলির সময় ১৫০-২০০ টাকায় ‘কার্বাইড গান’ বিক্রি হয়েছে মধ্যপ্রদেশের বাজারে। শুধু তা-ই নয়, অনেকে বাড়িতেও তৈরি করে এই বাজি ফাটিয়েছেন বলে অভিযোগ। বাজি পোড়ানোর পর চোখের সমস্যা নিয়ে হামিদিয়া হাসপাতালে ভর্তি ছিলেন বছর সতেরোর নেহা। সে বলে, ‘‘আমরা কার্বাইড গান কিনেছিলাম। ফাটানোর পর আমার চোখ জ্বলে গিয়েছিল। কিছুই দেখতে পাচ্ছি না।’’ রাজ বিশ্বকর্মা নামে কিশোর বলে, ‘‘সমাজমাধ্যমে দেখে বাড়িতে কার্বাইড গান বানিয়েছিলাম। আচমকাই ফেটে গিয়েছে। দৃষ্টি হারিয়েছি আমি।’’

মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক তথা হামিদিয়া হাসপাতালের চিকিৎসক মণীশ শর্মা বলেন, ‘‘এটা খেলনা নয়। বিস্ফোরক এটা। এতে সরাসরি চোখের ক্ষতি হয়। বিস্ফোরণে যে ধাতব টুকরো এবং কার্বাইড বাষ্প নির্গত হয়, তা আমাদের চোখের রেটিনা পুড়িয়ে দেয়। এ রকম অনেক ঘটনা ঘটেছে, যেখানে বাচ্চাদের চোখের মণি ফেটে গিয়েছে। অন্ধ হয়ে গিয়েছে ওরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement