OLA

নেপচুন না কি প্লুটো যাচ্ছিলেন ইনি? ‘ওলা’ বিল পাঠাল ১৪৯ কোটি!

বাড়ি থেকে মোবাইল অ্যাপে ‘ওলা’ বুক করেছিলেন সুশীল নারসিয়ান। সঙ্গে সঙ্গেই চালকের মোবাইল এবং গাড়ির নম্বর-সহ মেসেজ চলে আসে তাঁর কাছে। চালককে ফোন করে এর পরে তিনি জানতে চান, ‘‘কত দূরে?’’ কিন্তু চালক জানান, তিনি গুগল ম্যাপ দিয়ে সুশীলের বাড়ির ঠিকানা খুঁজে পাচ্ছেন না। কারণ তাঁর মোবাইলটা ঠিক মতো কাজ করছে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ১৩:৩৬
Share:

কোটি টাকার বিল ওলাতে।

বাড়ি থেকে মোবাইল অ্যাপে ‘ওলা’ বুক করেছিলেন সুশীল নারসিয়ান। সঙ্গে সঙ্গেই চালকের মোবাইল এবং গাড়ির নম্বর-সহ মেসেজ চলে আসে তাঁর কাছে। চালককে ফোন করে এর পরে তিনি জানতে চান, ‘‘কত দূরে?’’ কিন্তু চালক জানান, তিনি গুগল ম্যাপ দিয়ে সুশীলের বাড়ির ঠিকানা খুঁজে পাচ্ছেন না। কারণ তাঁর মোবাইলটা ঠিক মতো কাজ করছে না।

Advertisement

মুম্বইয়ের মুলুন্দে ভাকোলা মার্কেটের পশ্চিম দিক করে সুশীলের বাড়ি। তিনি চালককে জানান, তাঁকে ভিতরে ঢুকতে হবে না। চালক কোথায় আছে জেনে তিনি বলেন, ‘‘আপনি ওখানেই দাঁড়ান। আমি হেঁটেই গাড়ির কাছে পৌঁছচ্ছি।’’ কিন্তু সুশীল যত ক্ষণে সেই জায়গায় পৌঁছন, চালক তত ক্ষণে তাঁর বুকিং বাতিল করে দেন।

ওলার বিল ১৪৯ কোটি ১০ লাখ ৫১ হাজার ৬৪৮ টাকা।

Advertisement

এর পর সুশীল যখন অন্য ‘ক্যাব’ বুক করতে যান, তিনি চমকে ওঠেন। দিনটা পয়লা এপ্রিল বলে প্রথমে ভেবেছিলেন, ‘এপ্রিল ফুল’ করা হচ্ছে। কারণ তাঁকে বলা হয়, ওলা-র কাছে তাঁর ১৪৯ কোটি ১০ লাখ ৫১ হাজার ৬৪৮ টাকা বাকি রয়েছে। শুধু তাই নয়, সুশীলের মোবাইল ওয়ালেটে থাকা ১২৭ টাকাও কেটে নেওয়া হয়। চালক যেখানে তাঁকে আসতে বলেছিলেন, সেই জায়গা থেকে তাঁর বাড়ির দূরত্ব মাত্র ৩০০ মিটার।

আরও পড়ুন- লক্ষ্যমাত্রা কমিয়েই মুখ বাঁচাল রেল

সুশীল জানিয়েছেন, প্রথমে তিনি ভেবেছিলেন ওই মেসেজটি তাঁকে বোকা বানাতেই পাঠানো হয়েছে। তিনি ওলা-র সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন। তাঁকে সেখান থেকে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছে। ‘ওলা’ ওই কেটে নেওয়া টাকা তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দিয়ে দেবে বলেও জানানো হয়।

এর পরেই ফেসবুকে এই নিয়ে চর্চা শুরু হয়। এক জন সুশীলের পোস্টে মন্তব্য করেন, ‘‘১৪৯ কোটি? কোথায় ড্রপ করার কথা ছিল? প্লুটো না নেপচুন?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন