Pesticide

কর্নাটকে মন্দিরের প্রসাদে মেশানো হয়েছিল ১৫ বোতল বিষ, গ্রেফতার পাঁচ

প্রাথমিক ভাবে পুলিশের দাবি, প্রসাদ তৈরির সময় প্রায় ১৫ বোতল বিষ মেশানো হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১৪:২০
Share:

প্রসাদ খেয়ে নিহত এক জন। ছবি: পিটিআই।

কর্নাটকের মন্দিরের প্রসাদ খেয়ে মৃত্যুর ঘটনায় ক্রমেই স্পষ্ট হচ্ছে নাশকতার তত্ত্ব। প্রাথমিক ভাবে পুলিশের দাবি, প্রসাদ তৈরির সময় প্রায় ১৫ বোতল বিষ মেশানো হয়েছিল।

Advertisement

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। কর্নাটকের চামরাজনগরের কিচ্চু মারাম্মা মন্দিরে প্রসাদ খেয়ে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এখনও অন্তত ১২০ জন হাসপাতালে ভর্তি। রয়েছেন মন্দিরের তিন রাধুনিও। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ এবং চিকিৎসকদের একটি সূত্রের দাবি, প্রসাদের মধ্যে কোনও ভাবে কীটনাশক মেশানো হয়েছে। অসুস্থদের শরীরে তার লক্ষণও ফুটে উঠেছে। তবে কী ভাবে খাবারে ওই বিষাক্ত পদার্থ ঢুকল, তা জানতে প্রসাদের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দিরের অছি পরিষদের কয়েক জন সদস্যের সঙ্গে গ্রামবাসীদের একাংশের বিরোধ ছিল। মন্দিরে একটি বিশেষ পুজোর পরে ভক্তদের মধ্যে পোলাও বিতরণ করা হয়। সেই প্রসাদ খেয়েই বিপত্তি। নিহতদের মধ্যে দু’টি শিশুও রয়েছে।

Advertisement

চামরাজনগরের বাসিন্দা তথা রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী পুট্টরঙ্গা শেট্টি অসুস্থদের দেখতে হাসপাতালে যান। দু’টি গোষ্ঠীর ঝামেলার জেরেই এমন ঘটনা বলে অনুমান মন্ত্রীর। পুট্টরঙ্গা বলেন, ‘‘যে দোষী, তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। পুলিশ তদন্ত করছে। দু’টি গোষ্ঠীর ঝামেলার জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। কিছু তো একটা হয়েছেই।’’ বিষ মেশানোর অভিযোগ, পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে এক জন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। ধৃতদের জেরা করা হচ্ছে। অভিযুক্ত বেশ কয়েক জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: কর্নাটকে দাস প্রথা! ৫২ জন আদিবাসীকে আটকে রেখে চাবুকপেটা, যৌন নির্যাতন

স্থানীয় সূত্রে খবর, মন্দির চত্বরে বেশ কিছু পাখিকেও মরে পড়ে থাকতে দেখা গিয়েছে। প্রসাদের বিষেই তাদের এই অবস্থা বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। আক্রান্তদের অনেককেই ভেন্টিলেশনে রাখা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েক জনকে মহীশূরের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: ঘুষ দেবেন বলে পথে পথে ভিক্ষা কৃষকের

অসুস্থদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। অসুস্থদের দেখতে হাসপাতালে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন