Rape in Madhya Pradesh

১৭ বছরের কিশোরীকে আটকে রেখে পাঁচ দিন ধরে ধর্ষণ, মধ্যপ্রদেশে অভিযুক্ত ‘বন্ধু’র খোঁজে পুলিশ

কিশোরীর বয়ানের ভিত্তিতে জানা গিয়েছে, অভিযুক্তকে আগে থেকেই চিনত সে। বছর দুয়েক আগে উত্তরপ্রদেশের জালৌনে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ওই যুবকের সঙ্গে তার আলাপ হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১০:৩০
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

নাবালিকাকে পাঁচ দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। সম্প্রতি মধ্যপ্রদেশের গ্বালিয়রে ঘটনাটি ঘটেছে। ১৭ বছরের ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে অভিযুক্ত বন্ধুর খোঁজ।

Advertisement

গ্বালিয়রের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধদমন) কৃষ্ণ লালচন্দানি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, গত ১ মার্চ ১৭ বছরের এক কিশোরী ও তার পরিবার ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। কিশোরীর বয়ানের ভিত্তিতে জানা গিয়েছে, অভিযুক্তকে আগে থেকেই চিনত সে। বছর দুয়েক আগে উত্তরপ্রদেশের জলৌনে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ওই যুবকের সঙ্গে তার আলাপ হয়েছিল। গত দু’বছর ধরে কখনও কখনও ফোনে যোগাযোগ হত দু’জনের। পরে তা-ও বন্ধ হয়ে যায়।

এর পর অভিযুক্ত যুবক সম্প্রতি ওই কিশোরীকে ফোন করে ঝাঁসিতে ডেকে পাঠান। অভিযোগ, ওই যুবক কিশোরীকে বলেন, তার একটি গোপন ভিডিয়ো যুবকের কাছে রয়েছে। যুবকের কথামতো ঝাঁসি না গেলে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ‘ভাইরাল’ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভয় পেয়ে ঝাঁসিতে যুবকের সঙ্গে দেখা করতে যায় কিশোরী। নির্যাতিতার অভিযোগ, সেখানে পৌঁছোনোর পর তাকে একটি বাড়িতে আটকে রেখে পাঁচ দিন ধরে ধর্ষণ করেন অভিযুক্ত। গ্বালিয়রে ফিরে কিশোরী পরিবারকে সব জানালে পরিবারের তরফে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ‘বন্ধু’র খোঁজ শুরু করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারার পাশাপাশি শিশু সুরক্ষা আইন (পকসো)-র অধীনেও মামলা দায়ের করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement