প্রেমিক খুন হওয়ার ২৪ ঘণ্টাও কাটেনি। পরের দিনই কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন ১৮ বছর বয়সি এক তরুণী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের দেহাট জেলার চিলকানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, চিলকানা এলাকার একটি বাড়ি থেকে অঙ্কিতা নামে ওই তরুণীর নিথর দেহ উদ্ধার হয়। তাঁর দেহের পাশেই পড়ে ছিল কীটনাশকের একটি খালি প্যাকেট। জানা গিয়েছে, শুক্রবার তাঁর ২২ বছর বয়সি প্রেমিকের মৃত্যু হয়। কী ভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে মৃতের পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে খুন করা হয়েছে। সেই আবহেই শনিবার অঙ্কিতার দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। তবে নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
দেহাট জেলার পুলিশ সুপার সাগর জৈন জানান, অঙ্কিতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর প্রেমিকের পরিবার, অঙ্কিতার পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। অবিলম্বে পদক্ষেপ করার আর্জিও জানানো হয়। তাদের অভিযোগের ভিত্তিতে অঙ্কিতার দুই দাদাকে আটক করা হয়েছে বলে জানান সাগর।