রিয়্যালিটি শো-এর স্টান্টের মহড়ায় প্রাণ গেল কিশোরের

রিয়্যালিটি শো’য়ের টানে আগুন নিয়ে খেলা। আর সেই আগুনই কেড়ে নিল ১৯ বছরের তরতাজা প্রাণ। স্টান্ট করতে গিয়ে মারা গেলেন হায়দরাবাদের সালিবান্দার বাসিন্দা জলিলউদ্দিন। নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে অত্যন্ত বিপজ্জনক স্টান্ট করতে চেয়েছিলেন জলিল। তিন দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে গত সোমবার অবশেষে হার মানলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ১৮:১১
Share:

রিয়্যালিটি শো’য়ের টানে আগুন নিয়ে খেলা। আর সেই আগুনই কেড়ে নিল ১৯ বছরের তরতাজা প্রাণ। স্টান্ট করতে গিয়ে মারা গেলেন হায়দরাবাদের সালিবান্দার বাসিন্দা জলিলউদ্দিন। নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে অত্যন্ত বিপজ্জনক স্টান্ট করতে চেয়েছিলেন জলিল। তিন দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে গত সোমবার অবশেষে হার মানলেন তিনি।

Advertisement

কতটা ভয়ানক ছিল জালিলের স্টান্ট? গত বৃহস্পতিবার ঘটনার সময় উপস্থিত জলিলের বন্ধুরা জানিয়েছেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল তা। গোটা স্টান্টটা ভিডিও রেকর্ডিং করে তা টেলিভিশনের একটি জনপ্রিয় রিয়্যালিটি শো’র অডিশনে পাঠাতে চেয়েছিলেন তিনি। আর সে জন্য পাড়ার বন্ধুদেরও ডেকে এনেছিলেন তিনি।

কেমন ছিল সেই স্টান্ট? বন্ধুরা জানিয়েছেন, প্রথমেই অনেকটা কেরোসিন গালে পুরে নিয়েছিলেন জলিল। এর পর হাতে ধরা একটা মশালে আগুন জ্বালিয়ে মুখের কেরোসিন ফুঁ দিয়ে ছুড়ে দিয়েছিলেন শূন্যে। সঙ্গে সঙ্গে কেরোসিনে আগুন ধরে অদ্ভুত আলোয় ভরে উঠেছিল গোটা ঘর। এতেই শেষ নয়। উৎসাহী হয়ে এর পর জলিল নিজের সারা গায়ে কেরোসিন ছড়াতে থাকেন। গোটা শরীর ভিজে উঠে। হঠাৎই নিজের গায়ে মশাল ঠেকিয়ে দেন তিনি। মুহূর্তের মধ্যে আগুনে ঝলসে যায় তাঁর দেহ। ভয় পেয়ে প্রথমে ওখান থেকে পালিয়ে যান তাঁর বন্ধুরা। কিন্তু, তাঁদের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আলেন আশপাশের লোকজন। সঙ্গে সঙ্গে জলিলকে নিয়ে যাওয়া হয় ওসমানিয়া হাসপাতালে। খবর পেয়ে পুলিশও আসে। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ে রিয়্যালিটি শো’তে স্টান্ট দেখাতে চাইলেও একেবারেই তাতে পেশাদার ছিলেন না জলিল। সালিবান্দার গৌতমী কলেজের সিনিয়র স্টুডেন্ট জলিলের এই অডিশনের কথা বিন্দুমাত্র জানতেন না তাঁর বাবা-মা। পুলিশ জানিয়েছে, অডিশন নিয়ে এতটাই বেপরোয়া ছিলেন যে, স্টান্ট দেখাতে দেখাতে তাঁর মৃত্যু হলে কী হবে তা-ও ভেবে রেখেছিলেন জলিল। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সই করা চিঠিতে তিনি ঘোষণা করেছিলেন, তিনি নিজে ছাড়া তাঁর মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নন।

Advertisement

আরও দেখুন

কয়েকটি আজব কুসংস্কার যা জেনে অবাক হবেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement