ইদেও রক্তাক্ত কাশ্মীর, হত ২

ইদেও রক্তাক্ত হল জম্মু-কাশ্মীর। ইদের প্রার্থনার পরে অনন্তনাগে বাহিনী-জনতা সংঘর্ষে নিহত হয়েছেন এক যুবক। অন্য দিকে রাজৌরিতে পাকিস্তানি হামলায় নিহত হয়েছেন এক সেনা।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ১৭ জুন ২০১৮ ০৩:৩০
Share:

ছবি:এএফপি

ইদেও রক্তাক্ত হল জম্মু-কাশ্মীর। ইদের প্রার্থনার পরে অনন্তনাগে বাহিনী-জনতা সংঘর্ষে নিহত হয়েছেন এক যুবক। অন্য দিকে রাজৌরিতে পাকিস্তানি হামলায় নিহত হয়েছেন এক সেনা।

Advertisement

আজ ইদের প্রার্থনার পরেই অনন্তনাগে বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ শুরু হয়। তখনই বাহিনীর ছররা গুলিতে আহত হন শিরাজ আহমেদ নাইকু নামে এক যুবক। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এ দিন রাজৌরিতে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার এক টহলদারি দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পাক সেনা। তাতে বিকাশ গুরুং নামে এক জওয়ান নিহত হন। ইদে এমন হামলা অনৈতিক ও অপেশাদারি মনোভাবের পরিচায়ক বলে দাবি ভারতীয় সেনার। এক সেনা অফিসারের কথায়, ‘‘যথা সময়ে এর জবাব দেওয়া হবে। ইদে পাক বাহিনীর সঙ্গে মিষ্টি বিনিময়ও বন্ধ রাখা হয়েছে।’’

Advertisement

শ্রীনগরের শহরতলি এলাকা লাসজানেও আজ সিআরপিএফের উপরে হামলা চালিয়েছে জঙ্গিরা। তাতে এক জওয়ান আহত হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন