ধৃত ২ দুষ্কৃতী

শিলচরে স্টেট ব্যাঙ্কে ঢুকে গ্রাহকের টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়ল আলিপুরদুয়ারের এক যুবক। ব্যাঙ্কের কর্মী ও নিরাপত্তা রক্ষীরা ধরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে রেলস্টেশন থেকে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০২:৫০
Share:

শিলচরে স্টেট ব্যাঙ্কে ঢুকে গ্রাহকের টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়ল আলিপুরদুয়ারের এক যুবক। ব্যাঙ্কের কর্মী ও নিরাপত্তা রক্ষীরা ধরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে রেলস্টেশন থেকে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রমন গোয়ালা ও নূরউদ্দিন চৌধুরী। স্টেট ব্যাঙ্কের এক গ্রাহক আজ টাকা জমা করতে শিলচর শাখায় ঢোকেন। রমন তাঁর পিছু নেয়। তিনি বিষয়টি অনুমান করতে পেরে ব্যাগ হাতে এক জায়গায় বসে পড়েন। অন্যদের রমনের গতিবিধি খেয়াল রাখতে বলেন। সন্দেহ হওয়ায় ব্যাঙ্ককর্মী ও নিরাপত্তারক্ষীরা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে। অসংলগ্ন জবাব পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ তার কাছ থেকে একটি ছুরি, চুলকানি তৈরির পাউডার, একটি মোবাইল বাজেয়াপ্ত করে। সে জানায়, গতকালই সে গুয়াহাটি থেকে শিলচর এসেছে। যে যুবক তাকে নিয়ে এসেছে, সে রেলস্টেশনে বসে রয়েছে। পুলিশ পরে রেলস্টেশনে গিয়ে নূরউদ্দিনকে তুলে আনে। তার বাড়ি আলগাপুরে। নূর অবশ্য রমনকে চেনার কথা অস্বীকার করছে। তার দাবি, সে রাজমিস্ত্রির জোগাড়ে। আজ কাজ মেলেনি বলে বাড়ি ফেরার ট্রেনের জন্য প্ল্যাটফর্মে বসেছিল। পুলিশ জানায়, দুজনকেই জেরা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement