প্রতিনিধিত্বমূলক ছবি।
রেলকর্মীদের ধর্না আর আন্দোলনে স্তব্ধ হয়ে গিয়েছিল মুম্বইযের ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশন। তার মধ্যে যাত্রীদের ভিড়ও বাড়ছিল। একটা সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে, যাত্রীদের মধ্যে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। অনেকেই সেই ঠেলাঠেলি থেকে বাঁচতে রেললাইন ধরে হাঁটতে শুরু করেন। সেই সময় পাশের লাইনে ট্রেন চলে আসে। তখনই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় দু’জনের। আহত হয়েছেন তিন জন। এই ঘটনায় আবার রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বৃহস্পতিবার ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশনে সেন্ট্রাল রেলওয়ে মজদুর সঙ্ঘের ডাকে রেলকর্মীরা প্রতিবাদ আন্দোলনের ডাক দেন। ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। অনেক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। যাত্রীরা ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হাঁটতে শুরু করেন। অনেক আবার প্ল্যাটফর্ম থেকে নেমে রেললাইন ধরে হাঁটতে থাকেন। ঠিক তখনই এই দুর্ঘটনা ঘটে।
প্রসঙ্গত, গত ৯ জুন চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছিল পাঁচ যাত্রীর। সেই ঘটনায় রেলের দুই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। দুই কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়ে কাজে ফেরানোর দাবিতে বৃহস্পতিবার প্রতিবাদ শুরু করেন রেলের কর্মীরা। ট্রেনচালকদের ঘর অবরুদ্ধ করে দেন তাঁরা। ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। সিএসএমটি স্টেশনে ভিড় বাড়তে থাকে যাত্রীদের। স্টেশনে ঢোকার আগেই অনেক ট্রেন থমকে যায়। ট্রেনেই অপেক্ষা করতে করতে যাত্রীরা ক্লান্ত হয়ে পড়েন। অনেকে রেললাইন ধরে হাঁটা শুরু করেন। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে।