আন্দোলনে লাঠি, জখম ২০ ছাত্র

ইনারলাইন পারমিটের দাবিতে চলতে থাকা ছাত্র আন্দোলন দমনে পুলিশ লাঠি ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে অন্তত ২০ জন ছাত্রছাত্রী জখম হন। মণিপুরের কাওয়াইথেলে ঘটনাটি ঘটেছে।কয়েক মাস ধরেই ইনারলাইন পারমিট সংক্রান্ত বিলের তিনটি সংশোধনী রাষ্ট্রপতির কাছে সম্মতি জন্য জমা পড়ে আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ০৩:৩২
Share:

ইনারলাইন পারমিটের দাবিতে চলতে থাকা ছাত্র আন্দোলন দমনে পুলিশ লাঠি ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে অন্তত ২০ জন ছাত্রছাত্রী জখম হন। মণিপুরের কাওয়াইথেলে ঘটনাটি ঘটেছে।কয়েক মাস ধরেই ইনারলাইন পারমিট সংক্রান্ত বিলের তিনটি সংশোধনী রাষ্ট্রপতির কাছে সম্মতি জন্য জমা পড়ে আছে।

Advertisement

তাতে দ্রুত সম্মতি দেওয়া ও রাজ্যে ইনারলাইন পারমিট পুরোদস্তুর চালু করার দাবিতে আন্দোলন চলছে। এখন আন্দোলনকারীদের স্লোগান— ‘নো আইএলপি, নো পার্টি, নো গভর্মেন্ট।’ পুলিশ ইতিমধ্যে অনেক আন্দোলনকারীকে গ্রেফতার করেছে। তাঁদের মুক্তি ও আইএলপির দাবিতে গত কাল ইম্ফলে বিক্ষোভ মিছিলবের হয়। পুরোভাগে ছিলেন ছাত্রছাত্রীরা। ছাত্র আন্দোলন রুখতে পুলিশ স্কুল বন্ধ করে দেয়। অভিযোগ, ছাত্ররা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশ লাঠি চালায়। রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছোঁড়ে। লাঠি, রাবার বুলেটের ঘায়ে ও পদপিষ্ট হয়ে ২০ জন ছাত্রছাত্রী জখম হয়। প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য তিড্ডিম রোড বন্ধের ঘোষণা করেছে মেইরা পইবি সংগঠন। সরকারি স্কুলে মাধ্যমিক উত্তীর্ণের সংখ্যা শূন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement