National News

‘ড্রাই স্টেট’ গুজরাতে কিটি পার্টিতে মদ্যপান! গ্রেফতার ২১ মহিলা

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে পিপলোড এলাকার একটি হোটেলে কিটি পার্টির আসর বসেছিল। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালান উমরা থানার পুলিশ কর্মী-অফিসাররা। তখনও সেখানে চলছিল নাচ-গান এবং মদ্যপান। ওই পার্টি থেকে মোট ২১ জন মহিলাকে গ্রেফতার করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

সুরাত শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৬:২৪
Share:

প্রতীকী ছবি।

গুজরাত ড্রাই স্টেট। অর্থাৎ মদ তৈরি, খাওয়া, মজুত রাখা বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু সেই রাজ্যেই জমিয়ে মদের আসর বসিয়েছিলেন মহিলারা। চলছিল কিটি পার্টি। সুরাতের পিপলোড এলাকায় এরকম দু’টি পার্টিতে হানা দিয়ে ২১ মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মহিলারা অধিকাংশই সম্ভ্রান্ত পরিবারের বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

উমরা থানার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, কীভাবে, কোথা থেকে ওই মহিলারা মদ পেলেন, তা জানতে শুরু হয়েছে তদন্ত। বাজেয়াপ্ত হয়েছে বিদেশি মদের বেশ কয়েকটি খালি বোতল। হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় তাঁদের মদ্যপানের প্রমাণও মিলেছে বলে দাবি পুলিশের।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে পিপলোড এলাকার একটি হোটেলে কিটি পার্টির আসর বসেছিল। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালান উমরা থানার পুলিশ কর্মী-অফিসাররা। তখনও সেখানে চলছিল নাচ-গান এবং মদ্যপান। ওই পার্টি থেকে মোট ২১ জন মহিলাকে গ্রেফতার করা হয়।

Advertisement

আরও পডু়ন: উপরে সড়কপথ, নীচে রেল! উদ্বোধনের অপেক্ষায় দেশের দীর্ঘতম দোতলা ব্রিজ

আরও পড়ুন: হিজাব পরে আসায় ছাত্রীকে বসতে দেওয়া হল না পরীক্ষায়! এ বার দিল্লিতে

এর পর মদ্যপানের পরীক্ষার জন্য তাঁদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন আদালতে তোলা হলে তাঁরা সবাই জামিনে ছাড়া পান। তবে মদের ব্যবসার সঙ্গে ওই হোটেল জড়িত নাকি মহিলারা নিজেরাই মদ জোগাড় করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন