Rajasthan

২১ বছরের এই তরুণই দেশের কনিষ্ঠতম বিচারক

এর আগে এত কম বয়সে বিচারক হওয়ার পরীক্ষায় পাশ করার নজির নেই দেশে।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৯ ১৬:৪১
Share:

দেশের সর্বকনিষ্ঠ বিচারক ময়াঙ্ক প্রতাপ সিংহ। ছবি টুইটার থেকে সংগহীত।

সব থেকে কম বয়সে বিচারক হয়ে নজির গড়তে চলেছেন রাজস্থানের জয়পুরের ময়াঙ্ক প্রতাপ সিংহ। রাজস্থান জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন মাত্র ২১ বছর বয়সে। এর আগে এত কম বয়সে বিচারক হওয়ার পরীক্ষায় পাশ করার নজির নেই দেশে।

Advertisement

মাত্র ২১ বছর বয়সে এই রেকর্ডের অধিকারী হয়ে স্বাভাবিক ভাবেই খুশি ময়াঙ্ক। বৃহস্পতিবার এক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘সমাজে বিচারকদের জন্য যে সম্মান রয়েছে তা আমাকে সব সময় আকর্ষণ করত। ২০১৪তে রাজস্থান বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের এলএলবি কোর্সে ভর্তি হই আমি। এ বছর শেষ হবে আমার সেই কোর্স।’’

এত দিন জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় বসার বয়স ছিল ২৩। এ বছর রাজস্থান হাইকোর্ট সেই পরীক্ষায় বসার ন্যূনতম বয়স কমিয়ে করে ২১। সে জন্যই ওই পরীক্ষায় বসতে পেরেছিলেন ময়াঙ্ক। আর প্রথম বার বসেই বিচারক হওয়ার পরীক্ষায় সফল হয়েছেন তিনি। রাজস্থান হাইকোর্টের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন ময়াঙ্ক। তিনি বলেছেন, ‘‘নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর জেরে শূন্য পদ পূরণ করা সহজ হবে। প্রচুর প্রতিযোগী এতে উপকৃত হবেন।’’

Advertisement

বিচারক হওয়ার পরীক্ষায় সফল হওয়ার পর পরিবারের লোক ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন ময়াঙ্ক। বলেছেন, ‘‘এই পরীক্ষার সফল হওয়ার পিছনে বাবা-মা, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের ভূমিকা রয়েছে।’’

আরও পড়ুন: প্রশাসনের অনুমতি নিয়ে বিয়ে করতে মন্দিরে, দলিত বলে ঢুকতেই পারলেন না যুগল!

আরও পড়ুন: ৫ বছরই সেনার মুখ্যমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্তের আগে দাবি সঞ্জয় রাউতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন