Odisha Woman Raped

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে পাঁচ জন মিলে ধর্ষণ ২২ বছরের তরুণীকে! ওড়িশার ঘটনায় ধৃত দুই

উদালার এসডিপিও হৃষিকেশ নায়ক পিটিআইকে বলেন, ‘‘পাঁচ যুবক উদালা এবং বালেশ্বর শহরের মাঝামাঝি একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। নির্যাতিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা দায়ের করেছি। তদন্ত চলছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১২:৫৪
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ২২ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে। শুক্রবার ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় ইতিমধ্যে দু’জনকে আটক করেছে পুলিশ। বাকি তিন জনের খোঁজ চলছে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায়। বাঙ্গরিপোসির কাছে নির্যাতিতা তরুণীকে দেখা করতে ডেকেছিলেন দুই যুবক। দু’জনেই নির্যাতিতার পূর্বপরিচিত। লাভজনক চাকরি পাইয়ে দেওয়ার অজুহাতে তাঁরা তরুণীকে একটি গাড়িতে তুলে বাঙ্গরিপোসি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে উদালা থানার এক নির্জন জায়গায় নিয়ে যান। সেখানে অপেক্ষা করছিলেন আরও তিন যুবক। এর পর পাঁচ জন মিলে তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে ওই অবস্থাতেই তরুণীকে ফেলে রেখে এলাকা ছেড়ে চম্পট দেন অভিযুক্তেরা।

উদালার এসডিপিও হৃষিকেশ নায়ক পিটিআইকে বলেন, ‘‘পাঁচ যুবক উদালা এবং বালেশ্বর শহরের মাঝামাঝি একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। নির্যাতিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা দায়ের করেছি। তদন্ত চলছে।’’ ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করেছে পুলিশ। বাকি তিন জনের খোঁজ চলছে।

Advertisement

প্রসঙ্গত, গত জুন মাস থেকে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে ওড়িশায়। রাজ্যের গঞ্জাম, ময়ূরভঞ্জ, কেওনঝর জেলায় বার বার একই ধরনের ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। সেই আবহে ফের ময়ূরভঞ্জ জেলায় তরুণীকে গণধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement