Human Trafficking

অসমের তিনসুকিয়া স্টেশন থেকে ২৩ মহিলা, তিন নাবালিকা উদ্ধার! পাচার করার সন্দেহে গ্রেফতার চার

পুলিশ সূত্রে খবর, একটি এক্সপ্রেস ট্রেনের এস ১ কোচ থেকে ওই ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের তামিলনাড়ুর তিরুপুরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৮:১১
Share:

প্রতীকী ছবি।

অসমের তিনসুকিয়া স্টেশন থেকে ২৩ মহিলা এবং তিন নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। সন্দেহ, তাঁদের পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে, তার আগেই স্টেশনে অভিযান চালায় রেলপুলিশ এবং রেল সুরক্ষা বাহিনীর যৌথ দল। ট্রেনের একটি কামরা থেকে মহিলাদের উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে চার জনকে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, একটি এক্সপ্রেস ট্রেনের এস ১ কোচ থেকে ওই ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের তামিলনাড়ুর তিরুপুরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ। কাজের প্রলোভন দেখিয়ে ওই মহিলাদের তামিলনাড়ু নিয়ে যাওয়া হচ্ছিল। কোয়েম্বত্তূরের একটি সংস্থায় কাজ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, মহিলাদের পাচার হওয়ার খবর তাঁদের কাছে আসে। সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা।

স্টেশনে এবং ট্রেনে তল্লাশি চালানোর সময় মহিলাদের একটি কামরা থেকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, যাঁরা ওই মহিলাদের নিয়ে যাচ্ছিলেন, তাঁদের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। পরীক্ষা করে জানা গিয়েছে নথিগুলি সব ভুয়ো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement