Delhi Crime News

দিল্লিতে লিভ ইন সঙ্গীকে গলা টিপে খুন, সিলিং ফ্যানে দেহ ঝুলিয়ে আত্মহত্যা সাজালেন প্রেমিক

উত্তর-পূর্ব দিল্লিতে এক অটোচালকের বিরুদ্ধে প্রেমিকা তথা লিভ ইন সঙ্গীকে খুনের অভিযোগ উঠেছে। প্রেমিকার গলা টিপে খুন করেন তিনি। তার পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১৫:২১
Share:

দিল্লিতে লিভ ইন সঙ্গীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। —প্রতীকী চিত্র।

দিল্লিতে লিভ ইন সঙ্গীকে গলা টিপে খুনের অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। খুনের পর ঘটনাটিকে আত্মহত্যা হিসাবে সাজানোর চেষ্টাও করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের চোখকে এড়াতে পারলেন না। যুবককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

উত্তর-পূর্ব দিল্লির নন্দনগরী এলাকার ঘটনা। ধৃতের নাম অনর সিংহ। পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১১টা নাগাদ একটি ফোনের মাধ্যমে ঘটনার কথা জানতে পারে স্থানীয় থানা। মৃত তরুণীর ভাই ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। তরুণীর প্রেমিককে বিষয়টি জানান তিনি। তাঁরা দু’জন মিলেই তরুণীকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তরুণীর দেহ পাঠানো হয় হাসপাতালের মর্গে।

পুলিশ হাসপাতালে গিয়ে মর্গের দেহটিকে পরীক্ষা করে দেখে। তখনই তদন্তকারীদের সন্দেহ হয়। তরুণীর গলার কাছে আঙুলের দাগ দেখা গিয়েছিল। সারা দেহের অন্য কোথাও কোনও আঘাত ছিল না। গলার কাছে ওই দাগ দেখে তদন্তকারীরা অনুমান করেন, এটি শ্বাসরোধ করে খুনের ঘটনা হলেও হতে পারে। তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেই সঙ্গে তাঁর ভাই এবং প্রেমিককেও জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। দাবি, পুলিশের জেরার মুখে যুবক প্রেমিকাকে হত্যার কথা স্বীকার করে নিয়েছেন। তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত পেশায় অটোচালক। তরুণীর এর আগে বিয়ে হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তাঁর স্বামীর মৃত্যু হয়। তার পর থেকেই তিনি অটোচালকের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট দেখে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হবে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement