অনশন জুন্দলের

জেলের ছোট কুঠুরিতে ঢোকে না আলো-হাওয়া। তাই ‘আন্ডা সেল’ থেকে তাকে সরানোর দাবিতে অনশন শুরু করল মুম্বই হামলার অন্যতম চক্রী সইদ জাবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দল। মুম্বইয়ের আর্থার রোড জেলে ২০১২ থেকে বন্দি জুন্দল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ০২:৫৫
Share:

জেলের ছোট কুঠুরিতে ঢোকে না আলো-হাওয়া। তাই ‘আন্ডা সেল’ থেকে তাকে সরানোর দাবিতে অনশন শুরু করল মুম্বই হামলার অন্যতম চক্রী সইদ জাবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দল। মুম্বইয়ের আর্থার রোড জেলে ২০১২ থেকে বন্দি জুন্দল। গত বছরও ওই কুঠুরি থেকে জুন্দলকে সরানোর জন্য আর্জি জানিয়েছিলেন তার আইনজীবীরা। কাজ হয়নি। গত বুধবার ফের আর্জি জানায় জুন্দল। কাজ না হওয়ায় কাল থেকে জেলের মধ্যে অনশন শুরু করেছে সে।

Advertisement

মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার ধনঞ্জয় কুলকার্নি জানান, ঘর পাল্টানোর সিদ্ধান্ত শুধু জেল কর্তৃপক্ষই নিতে পারেন। শুধু মুম্বই হামলাই নয়, পুণের জার্মান বেকারি-সহ বহু বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগ রয়েছে জুন্দলের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement