Ahmedabad plane crash

অহমদাবাদে বিমান দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা নিয়ে সরকারি ঘোষণা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল গুজরাতের স্বাস্থ্য দফতর

১২ জুন এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি মাটি ছেড়ে ওঠার কিছু ক্ষণের মধ্যেই অহমদাবাদের মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে। বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে মাত্র একজন যাত্রী অবিশ্বাস্য ভাবে বেঁচে যান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ২২:২৪
Share:

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনায় মোট ২৭৫ জনের মৃত্যু হয়েছে। —ফাইল চিত্র।

আহমদাবাদে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা এ বার সরকারি ভাবে ঘোষণা করা হল। গুজরাতের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনায় মোট ২৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিমানে মধ্যে থাকা ২৪১ জন নিহত হয়েছেন এবং বিমানের বাইরে মৃত্যু হয়েছে ৩৪ জনের। দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বিভিন্ন সূত্রে সামনে এলেও সরকারি ভাবে জানানো হল এই প্রথম। দুর্ঘটনার পরে সরকারি ভাবে জানানো হয়েছিল, মৃতের সংখ্যা বিভিন্ন দেহাংশের ডিএনএ পরীক্ষার পরই নিশ্চিত করা যাবে।

Advertisement

গুজরাতের স্বাস্থ্য দফতর জানিয়েছে, সমস্ত মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। এর মধ্যে ২৬০টি দেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়েছে। ছ’টি দেহ শনাক্ত করা গিয়েছে মুখমণ্ডল দেখে। এর মধ্যে ১২০ জন পুরুষ, ১২৪ জন মহিলা, এবং ১৬টি শিশু। ২৫৬টি দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি দেহগুলির ডিএনএ পরীক্ষা এখনও চলছে বলে জানানো হয়েছে।

১২ জুন এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি মাটি ছেড়ে ওঠার কিছু ক্ষণের মধ্যেই আহমদাবাদের মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে। বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে মাত্র একজন যাত্রী অবিশ্বাস্য ভাবে বেঁচে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement