Supreme Court

বধূহত্যা মামলায় নিষ্কৃতি পেতে ‘অপারেশন সিঁদুর’-এর দোহাই! জ‌ওয়ানকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘লাইভ ল’-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তের স্ত্রীর মৃত্যু হয় বছর ২০ আগে। সেই মামলাতেই নাম জড়ায় এক ব্ল্যাক ক্যাট কমান্ডোর!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৮:০৪
Share:

‘অপারেশন সিঁদুর’-এর দোহাই দিয়ে বধূহত্যা মামলায় নিষ্কৃতি চেয়ে আবেদন সুপ্রিম কোর্টে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘সিঁদুর’ অভিযানে যুক্ত থাকার যুক্তিতে বধূহত্যা মামলায় ছাড় মিলবে না! একটি মামলার প্রেক্ষিতে এমনই জানাল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে অভিযুক্ত এক ব্ল্যাক ক্যাট কমান্ডোকে আত্মসমপর্ণ করতেও বলল আদালত।

Advertisement

‘লাইভ ল’-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তের স্ত্রীর মৃত্যু হয় বছর ২০ আগে। অভিযোগ, পণের জন্য স্ত্রীকে চাপ দিতেন অভিযুক্ত। শেষ পর্যন্ত স্ত্রীকে খুন করার অভিযোগও ওঠে। সেই পুরনো মামলায় অভিযুক্তকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তাঁর দাবি ছিল, তিনি গত ২০ বছর ধরে রাষ্ট্রীয় রাইফেলসে কাজ করছেন। ব্ল্যাক ক্যাট কমান্ডো হিসাবে কর্মরত। ‘অপারেশন সিঁদুর’-এ যুক্ত ছিলেন। সেই যুক্তিতে অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিযুক্ত।

মঙ্গলবার বিচারপতি উজ্জ্বল ভূঞার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তিনি মামলাকারীর আবেদন প্রত্যাখ্যান করেন। বিচারপতি জানান, ‘অপারেশন সিঁদুর’-এ যুক্ত থাকলেই গার্হস্থ্য হিংসা করে রেহাই মিলবে, তেমনটা নয়। বরং আপনি শারীরিক ভাবে কতটা সক্ষম তার সপক্ষেই যুক্তি দেয়। মামলাকারীর উদ্দেশে বিচারপতি বলেন, ‘‘একা নিজের স্ত্রীকে খুন করার ক্ষমতা যে আপনার রয়েছে, তা আপনার পেশা থেকে বোঝা যায়।’

Advertisement

পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত হিসাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের অন্তত ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement