National News

লাইনচ্যুত ভাস্কো-দা-গামা এক্সপ্রেস, মৃত অন্তত ৩

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের, আহত অন্তত ৯ জন। শুক্রবার ভোর সওয়া ৪টে নাগাদ ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের মাণিকপুর স্টেশনের কাছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

চিত্রকূট শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ০৯:০৪
Share:

লাইনচ্যুত ভাস্কো-দা-গামা এক্সপ্রেস।

ফের দুর্ঘটনার মুখে ভারতীয় রেল। এ বার লাইনচ্যুত হল পাটনাগামী ভাস্কো-দা-গামা এক্সপ্রেসের ১৩টি বগি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের, আহত অন্তত ৯ জন। শুক্রবার ভোর সওয়া ৪টে নাগাদ ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের মাণিকপুর স্টেশনের কাছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Advertisement

উত্তর-মধ্য রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা টুইট করে জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দিয়েছে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। জোরকদমে চলছে উদ্ধারকাজ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্ভবত লাইনে ফাটল থাকার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। ঘটনায় শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল।

আরও পড়ুন: রোহিঙ্গায় গোল চিনের, সুযোগ হারিয়ে পিছনের সারিতে দিল্লি

Advertisement

চলতি বছর একাধিক বার দুর্ঘটনার মুখে পড়েছে ভারতীয় রেল। জানুয়ারি মাসে দুর্ঘটনার কবলে পড়েছিল আন্ধ্রপ্রদেশ জগদলপুর হীরকখণ্ড এক্সপ্রেস। এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৪১ জন, জখম ছিলেন অন্তত ৭০। এরপর গত ১৯ অগস্ট উত্তরপ্রদেশে লাইনচ্যুত হয়েছিল উৎকল এক্সপ্রেস। মৃত্যু হয়েছিল ২২ জনের। গত ২২ অগস্ট ফের উত্তরপ্রদেশেই লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল কৈফিয়ত এক্সপ্রেস। জখম হয়েছিলেন প্রায় ৭০ জন। এরপর ২৮ অগস্ট লাইনচ্যুত হয়েছিল নাগপুর-মুম্বই দুরন্ত এক্সপ্রেসের পাঁচটি বগি ও ইঞ্জিন। তবে সেই দুর্ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র-বিতর্কে ক্ষুব্ধ ইজরায়েল, অস্বস্তিতে মোদী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন