India Pakistan Ceasefire

ফের চালু হল দেশের ৩২টি বিমানবন্দর, সোমেই আগের ছন্দে ফিরছে পরিষেবা, বিবৃতি দিয়ে জানালেন বিমানবন্দর কর্তৃপক্ষ

নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। গত শুক্রবার সেই সময়সীমা বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৩:১১
Share:

ফের চালু হচ্ছে বিমান পরিষেবা। ছবি: সংগৃহীত।

ভারত-পাক উত্তেজনার আবহে দেশের বন্ধ হয়ে যাওয়া ৩২টি বিমানবন্দর খুলে গেল সোমবারই। ফের চালু হল বিমান পরিষেবা। সোমবার সকালে বিবৃতি দিয়ে অবিলম্বে বিমান পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানকর্মীদের এ সংক্রান্ত নোটিসও পাঠানো হয়েছে।

Advertisement

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর গত বৃহস্পতিবার ভারতের সীমান্ত সংলগ্ন এলাকা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। এর পরেই নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। গত শুক্রবার সেই সময়সীমা বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক। জানানো হয়েছিল, আগামী ১৫ মে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ওই বিমানবন্দরগুলির পরিষেবা বন্ধ থাকবে। এর মাঝেই শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। সীমান্তে উত্তেজনাও খানিক কমেছে। তাই পরিবর্তিত পরিস্থিতিতে সোমবার থেকে ফের চালু হচ্ছে বিমান পরিষেবা। সোমবার সকাল সাড়ে ১০টা থেকেই খুলে গিয়েছে চণ্ডীগড়ের শহিদ ভগৎ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দর। অন্যান্য বিমানবন্দরেও পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে যে ৩২টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল, তার মধ্যে অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, পটীয়ালা, শিমলা, কাংড়া-গগ্গল, জৈসলমের, জোধপুর, বিকানের, পঠানকোট, জম্মু, লেহ্‌, জামনগর, পোরবন্দর, কান্ডলা, ভুজ প্রভৃতির মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিমানবন্দরও ছিল। এ ছাড়া, আকাশসীমার পরিস্থিতি এবং অসামরিক বিমান চলাচলের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দেশের বাকি বিমানবন্দরগুলির জন্যও জারি করা হয়েছিল নির্দেশিকা। প্রতিটি বিমানবন্দরের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়। তল্লাশির কারণে বিমান ছাড়ার অন্তত ঘণ্টা তিনেক আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সাত কেজির বেশি মালপত্র নিয়ে বিমানে চড়ার ক্ষেত্রেও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। সোমবার থেকে সে সব নিষেধাজ্ঞাও শিথিল হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement