কাশ্মীরে নিহত ৪ জঙ্গি 

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে চার জন জঙ্গি। বাহিনী-জনতা সংঘর্ষে আহত হয়েছেন ১১ জন বিক্ষোভকারী। অন্য দিকে জম্মুর কাঠুয়ায় প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলে দাবি সেনা ও পুলিশের। তাদের দাবি, বড় জঙ্গি হামলা চালানোর জন্য ওই অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ০১:৩৬
Share:

—প্রতীকী চিত্র।

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে চার জন জঙ্গি। বাহিনী-জনতা সংঘর্ষে আহত হয়েছেন ১১ জন বিক্ষোভকারী। অন্য দিকে জম্মুর কাঠুয়ায় প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলে দাবি সেনা ও পুলিশের। তাদের দাবি, বড় জঙ্গি হামলা চালানোর জন্য ওই অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল।

Advertisement

সেনা জানিয়েছে, পুলওয়ামার হানজান পাইন এলাকায় জঙ্গিদের গতিবিধির খবর পেয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়লে সংঘর্ষ শুরু হয়। তাতে ৪ জন জঙ্গি নিহত হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশের আইজি এস পি পাণি জানিয়েছেন, ৪ জনই জইশ ই মহম্মদের সদস্য। তাদের মধ্যে এক জন পাকিস্তানি। তবে একটি সূত্রের দাবি, নিহত মুজাম্মিল নবি দার, মুজাম্মিল নাজির বাট, ওয়াসিম আক্রম ওয়ানি ও হ্যারিস স্থানীয় বাসিন্দা। নিহত জঙ্গিদের দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

সংঘর্ষের সময়ে বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন স্থানীয়দের একাংশ। বাহিনী-জনতা সংঘর্ষে আহত হন ১১ বিক্ষোভকারী। তাদের রাজপোরা ও শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

অন্য দিকে আজ জম্মুর কাঠুয়ায় বিলাওয়ার ব্লক এলাকায় প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, দু’টি একে৪৭ রাইফেল, হ্যান্ড গ্রেনেড, ২৫৬ রাউন্ড গুলি ও ৫৬ রাউন্ড স্নাইপার রাইফেলের গুলি উদ্ধার হয়েছে। গোয়েন্দাদের মতে, বড় জঙ্গি হামলা চালানোর জন্য ওই অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement