Suicide

Pune: চাকরি নিয়ে চিন্তা, আট তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

চতুর্থ বর্ষের কম্পিউটার ইঞ্জিনিয়ার চাকরি নিয়ে চিন্তিত ছিলেন। সে কথাই সুইসাইড নোটে লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১০:৫৫
Share:

আট তলা থেকে ঝাঁপ ইঞ্জিনিয়ার ছাত্র। প্রতীকী চিত্র।

চাকরি হবে কি না, দুশ্চিন্তায় ছিলেন ইঞ্জিনিয়ারিং ছাত্র। সেই মানসিক চাপে ঘটিয়ে বসলেন চরম কাণ্ড। আবাসনের আট তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ২১ বছরের যুবক। রেখে গেলেন সুইসাইড নোট। শুক্রবার ঘটনাটি ঘটেছে পুণের সসগাঁও এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন আত্মঘাতী যুবক। থাকতেন পশ্চিম পুণের আইটি হাব হিঞ্জাওয়াড়িতে। শুক্রবার সন্ধ্যায় আট তলার ছাদ থেকে ঝাঁপ দেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্র।

পুলিশ জানিয়েছে, ওই ছাত্রের ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তাতে উল্লেখ রয়েছে, পড়াশোনা শেষ করার পর কোথাও চাকরি পাবেন কি না, এ নিয়ে সংশয়ে ছিলেন তিনি। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে চরম পথ বেছে নিচ্ছেন তিনি। ইতিমধ্যেই ওই পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement