গাছের সঙ্গে গাড়ির ধাক্কায় মুম্বইয়ে মৃত্যু হল ৫ আরোহীর। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ফাঁকা রাস্তায় প্রচণ্ড জোরে গাড়ি চালাতে গিয়েই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা কি না, তা জানতে মৃতদের রক্ত পরীক্ষা করা হচ্ছে।