চোখ দান করে দু’জনের দৃষ্টি ফেরাল পাঁচ বছরের মেয়ে। দিন সাতেক আগে উত্তরপ্রদেশের মথুরায় গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় বছর পাঁচেকের ঐশ্বর্যা। মরণোত্তর চোখ দান করে সে দু’জনের দৃষ্টি ফিরিয়ে দিল। ছ’ঘণ্টার অস্ত্রোপচারের পর কর্নিয়া প্রতিস্থাপন সফল বলেই জানান চিকিৎসকেরা।