রাহুলকে দুর্দশার কথা শুনিয়ে আত্মহত্যা চাষির

দেড় মাস আগেই কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীকে শুনিয়েছিলেন তাঁর দুঃখের কাহিনি। দিন কেটেছে কিন্তু অবস্থা ফেরেনি পঞ্জাবের চাষি সুরজিৎ সিংহের। বুধবার বিষ খেয়ে আত্মঘাতী হলেন তিনি। ফতেগড় সাহেবের এসএসপি জানিয়েছেন, এই ঘটনায় সন্দেহজনক মৃত্যুর একটি মামলা দায়ের করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০৩:০৭
Share:

দেড় মাস আগেই কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীকে শুনিয়েছিলেন তাঁর দুঃখের কাহিনি। দিন কেটেছে কিন্তু অবস্থা ফেরেনি পঞ্জাবের চাষি সুরজিৎ সিংহের। বুধবার বিষ খেয়ে আত্মঘাতী হলেন তিনি। ফতেগড় সাহেবের এসএসপি জানিয়েছেন, এই ঘটনায় সন্দেহজনক মৃত্যুর একটি মামলা দায়ের করেছে পুলিশ।

Advertisement

মার্চ-এপ্রিল মাসে শিলাবৃষ্টিতে ফসল নষ্ট, তার উপর সারের সঙ্কট, পণ্যের দাম না পাওয়া— এ সব নিয়ে বিপর্যস্ত পঞ্জাবের চাষিরা। একের পর এক চাষির আত্মহত্যা, তাঁদের দুঃসহ দিন যাপনের কথা রাহুল গাঁধীর সফরের সময় তুলে ধরেছিলেন সুরজিৎ। তাঁর মতোই রাজ্যের অন্য চাষিদের কাঁধে যে বিশাল ঋণের বোঝা চেপে আছে, বলেছিলেন তা-ও। লোকসভায় দাঁড়িয়ে পঞ্জাবের কৃষকদের এই দুরবস্থার কথা তুলে ধরেন কংগ্রেস সহ-সভাপতি। কিন্তু ওই পর্যন্তই। সমস্যার কোনও সুরাহা হয়নি। সুরজিতের পরিবারের অভিযোগ, দেনার দায়েই আজ আত্মহত্যা করেছেন তিনি। লিজ নেওয়া জমিতে চাষ করবেন বলে ব্যাঙ্ক থেকে দশ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। টাকা ফেরত দিতে না পারায় ক’দিন ধরেই অবসাদে ভুগছিলেন সুরজিৎ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement