ইয়েমেন থেকে উদ্ধার আরও ৬৭০ ভারতীয়

এখনও উত্তপ্ত পরিস্থিতি। তার মধ্যেই চলছে ‘মিশন রাহত’। আজ আরও ৬৭০ জন ভারতীয়কে ইয়েমেন থেকে উদ্ধার করল ভারতীয় সেনা। তিনটি এয়ার ইন্ডিয়ার বিমানে সানা থেকে জিবুতিতে নিয়ে আসা হয়েছে ৪৮৮ জন ভারতীয়কে। এ পর্যন্ত এটাই সব চেয়ে বড় মাপের উদ্ধারকাজ বলে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। আশ শির থেকে উদ্ধার করে আনা হয়েছে আরও ২০৩ জনকে, যাঁদের মধ্যে ভারতীয় ১৮২ জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৫ ০৩:১৪
Share:

ইয়েমেনের একটি গোরস্থানে মৃতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা। ছবি: রয়টার্স।

এখনও উত্তপ্ত পরিস্থিতি। তার মধ্যেই চলছে ‘মিশন রাহত’। আজ আরও ৬৭০ জন ভারতীয়কে ইয়েমেন থেকে উদ্ধার করল ভারতীয় সেনা। তিনটি এয়ার ইন্ডিয়ার বিমানে সানা থেকে জিবুতিতে নিয়ে আসা হয়েছে ৪৮৮ জন ভারতীয়কে। এ পর্যন্ত এটাই সব চেয়ে বড় মাপের উদ্ধারকাজ বলে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। আশ শির থেকে উদ্ধার করে আনা হয়েছে আরও ২০৩ জনকে, যাঁদের মধ্যে ভারতীয় ১৮২ জন। সরকারি সূত্রের খবর, এখনও পর্যন্ত ইয়েমেন থেকে প্রায় ২৩০০ জনকে উদ্ধার করা গিয়েছে।

Advertisement

বায়ুসেনার সাহায্যে জিবুতিতে পৌঁছনোর পর এক ভারতীয় বলেন, ‘‘প্রতিটা মুহূর্তে গুলি চলছে। উদ্ধার কাজ চালিয়ে যাওয়াই দায়। ভিসা সমস্যার জন্য অনেকেই আটকে রয়েছেন।’’ ভারতীয় বায়ুসেনার ‘মিশন রাহত’-এ যোগ দিয়ে উদ্ধার কাজ চালানোর জন্য এয়ার ইন্ডিয়াকে আজ বিশেষ ধন্যবাদ জানান কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

ভারতীয় সেনার রণতরী ‘আইএনএস মুম্বই’ আদেন বন্দরের কাছাকাছি পৌঁছে উদ্ধারকাজ চালালেও কাল আল মোকাল্লাহ বন্দরে নোঙর করতে পারেনি ভারতীয় নৌসেনার ‘আইএনএস সুমিত্রা’। তবে নৌসেনার এক মুখপাত্র আজ জানান, কাল দুপুরের মধ্যে জিবুতি পৌঁছে যাবে ‘সুমিত্রা’। ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ইয়েমেনের আকাশ পরিসীমার কিছুটা জুড়ে উড়ান নিষিদ্ধ। তাই উদ্ধারকাজ চালানো সহজ হচ্ছে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement