নৌকায় বাজ পড়ে মৃত ৭

নৌকায় বাজ পড়ে ৭ জনের মৃত্যু হল। অসমের বরপেটা জেলার ঘটনা। পুলিশ জানায়, রবিবার সকালে কান্দারপাড়া থেকে নৌকাটি মান্দিয়া যাচ্ছিলেন। বাঘবরে যাচ্ছিলেন নৌকার সওয়ারিরা। মাঝপথে সেটিতে বাজ পড়ে। ঘটনাস্থলেই মারা যান রতন কর্মকার, আমিনুল ইসলাম, কমল মণ্ডল ও জিতেন মণ্ডল। পরে হাসপাতালে ফালু খান ও মণিকা বেগম নামে দুই শিশু ও নজরুল হকের মৃত্যু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৫ ১৬:২৭
Share:

নৌকায় বাজ পড়ে ৭ জনের মৃত্যু হল। অসমের বরপেটা জেলার ঘটনা। পুলিশ জানায়, রবিবার সকালে কান্দারপাড়া থেকে নৌকাটি মান্দিয়া যাচ্ছিলেন। বাঘবরে যাচ্ছিলেন নৌকার সওয়ারিরা। মাঝপথে সেটিতে বাজ পড়ে। ঘটনাস্থলেই মারা যান রতন কর্মকার, আমিনুল ইসলাম, কমল মণ্ডল ও জিতেন মণ্ডল। পরে হাসপাতালে ফালু খান ও মণিকা বেগম নামে দুই শিশু ও নজরুল হকের মৃত্যু হয়।

Advertisement

মৃতদের পরিজনদের চার লক্ষ টাকা করে ও গুরুতর জখমদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। অন্য দিকে, শনিবার রাতে উত্তর গুয়াহাটির তোলারাম বাফনা হাসপাতালের কাছে দুর্ঘটনায় দু’জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কাজিরাঙার কাছে দুর্গাপুরে একটি গাড়ি গাছে ধাক্কা মেরে মোটরসাইকেলটি উল্টে গেলে মোহিত গোয়েল ও রাহুল মোদী নামে দুই যুবকের মৃত্যু হয়। ঘটনায় জখম আরও তিন আরোহী হাসপাতালে ভর্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement