Pahalgam Rape

পহেলগাঁওয়ে ৭০ বছরের বৃদ্ধা পর্যটককে ধর্ষণ! অভিযুক্তের জামিন খারিজ করল আদালত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ এপ্রিল মহারাষ্ট্রের ওই বৃদ্ধা পরিবারের সঙ্গে পহেলগাঁওয়ে বেড়াতে গিয়েছিলেন। ঘটনার দিন হোটেলের ঘরে একাই ছিলেন ওই বৃদ্ধা। তখনই স্থানীয় এক যুবক ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। কম্বল দিয়ে তাঁর মুখও চেপে ধরেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৮:৫৯
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবারও শিরোনামে পহেলগাঁও। ৭০ বছর বয়সি বৃদ্ধা পর্যটককে ধর্ষণে অভিযুক্তের জামিন খারিজ করল আদালত। ঘটনাটি ঘটেছিল পহেলগাঁওয়ের একটি হোটেলে, গত এপ্রিল মাসে। ঘটনাচক্রে, ওই একই মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল ২৬ জনের। জঙ্গিহানার মাত্র সপ্তাহখানেক আগেই হোটেলের ঘরে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনাটি ঘটে। শুক্রবার ওই মামলায় অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করেছে জম্মু-কাশ্মীরের অনন্তনাগের একটি আদালত।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ এপ্রিল মহারাষ্ট্রের ওই বৃদ্ধা পরিবারের সঙ্গে পহেলগাঁওয়ে বেড়াতে গিয়েছিলেন। ঘটনার দিন হোটেলের ঘরে একাই ছিলেন ওই বৃদ্ধা। তখনই স্থানীয় এক যুবক ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। কম্বল দিয়ে তাঁর মুখও চেপে ধরেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগের ভিত্তিতে যুবককে শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে জেলেই ছিলেন অভিযুক্ত। শুক্রবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গেল।

অনন্তনাগের নিম্ন আদালতের পর্যবেক্ষণ, যৌন নির্যাতনের এই ঘটনায় সমাজের ‘অসুস্থ মানসিকতা’ এবং ‘নৈতিক অবক্ষয়ের’ প্রতিফলন দেখা গিয়েছে। শুধু তা-ই নয়, ভিন্‌রাজ্য থেকে কাশ্মীরে ঘুরতে এসে এ ধরনের ঘটনার সম্মুখীন হওয়া কাশ্মীরের মতো একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের কাছেও অত্যন্ত লজ্জাজনক।

Advertisement

অভিযুক্তের জামিন খারিজ করে প্রধান দায়রা বিচারক তাহির খুরশিদ রায়না বলেন, ‘‘প্রাথমিক মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের স্পষ্ট প্রমাণ মিলেছে। কেবল মাঠঘাট, বন, পাহাড়, নদী, খাল, ঝর্ণা দিয়েই পর্যটন কেন্দ্র হয় না। এক জন বৃদ্ধা ‘অতিথি’ হিসাবে বেড়াতে এসেছিলেন। অথচ তাঁর সঙ্গে এই অশালীন এবং মর্মান্তিক আচরণ করা হল!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement