Coronavirus in India

অতিমারির দ্বিতীয় ঢেউয়ে দেশে ৭১৯ জন চিকিৎসক প্রয়াত, মৃত্যুতে দিল্লিকে ছাপিয়ে গেল বিহার

আগেও একবার কোভিডের দ্বিতীয় ধাক্কার সময়ে দেশ জুড়ে চিকিৎসকদের মৃত্যুর পরিসংখ্যান সামনে এনেছিল আইএমএ। সেই তালিকায় প্রথমে ছিল দিল্লি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জুন ২০২১ ১৬:৪৮
Share:

— ছবি সংগৃহীত

অতিমারির দ্বিতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত ৭১৯ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। শনিবার বিবৃতি জারি করে জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। গোটা দেশে সবচেয়ে চিকিৎসকের মৃত্যু হয়েছে বিহারে। সেখানে এখনও পর্যন্ত ১১১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে কোভিডের কামড়ে।

Advertisement

এর আগেও একবার কোভিডের দ্বিতীয় ধাক্কার সময়ে দেশ জুড়ে চিকিৎসকদের মৃত্যুর পরিসংখ্যান সামনে এনেছিল আইএমএ। সে বার চিকিৎসকের মৃত্যুতে এগিয়ে ছিল দিল্লি। দ্বিতীয় স্থানে ছিল বিহার। নতুন পরিসংখ্যানে দেখা গিয়েছে, দিল্লিতে চিকিৎসকের মৃত্যুর সংখ্যা ১০৯-ই থেকে থেকে গিয়েছে। এ ছাড়া উত্তরপ্রদেশে ৭৯ জন, পশ্চিমবঙ্গে ৬৩ এবং রাজস্থানে ৪৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন