National News

ডাকাতি রুখতে গিয়েই কি খুন মাতুঙ্গার ৭৯ বছরের বৃদ্ধা?

মাতুঙ্গার চারতলা বিল্ডিংয়ের একতলায় একাই থাকতেন ৭৯ বছরের বৃদ্ধা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ মার্চ ২০১৯ ১২:৩৮
Share:

মাতুঙ্গার চারতলা বিল্ডিংয়ের একতলায় একাই থাকতেন ৭৯ বছরের বৃদ্ধা। প্রতীকী ছবি।

ঘরের জিনিসপত্র ছড়ানো। আলমারি থেকে গায়েব গয়না-টাকাপয়সা। মেঝেতে সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছেন বৃদ্ধা। গলায় ওড়নার ফাঁস। তাঁর দেহ থেকেও গায়েব সমস্ত গয়না।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের মাতুঙ্গার একটি বিল্ডিংয়ে ৭৯ বছরের বৃদ্ধাকে এ ভাবেই পড়ে থাকতে দেখেন তাঁর পরিচারিকা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, শ্বাসরোধ করে বৃদ্ধাকে খুন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম বসন্ত লক্ষ্মীনারায়াণন আইয়ার। মাতুঙ্গার চারতলা বিল্ডিংয়ের একতলায় একাই থাকতেন তিনি। নিজের বয়ানে ওই পরিচারিকা জানিয়েছেন, বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনকে খবর দেন তিনি। তাঁরাই বৃদ্ধাকে হাসাপাতালে নিয়ে যান।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ডাকাতি করতে তাঁর ঘরে ঢুকেছিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ডাকাতদের বাধা দিলে ওড়নার ফাঁস জড়িয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়।

আরও পড়ুন: নির্বাচন লড়বেন না, প্রচারেও অংশ নেবেন না, সাফ জানালেন সলমন

আরও পড়ুন: গাঁধীনগর থেকে আডবাণীকে সরিয়ে প্রার্থী অমিত, ‘মার্গদর্শক’ বিদায়ে কটাক্ষ কংগ্রেসের

ওই বৃদ্ধার এক প্রতিবেশী বলেন, “বিয়ের পর বৃদ্ধার দুই মেয়ে বসই ও নভি মুম্বইয়ে চলে যান। তার পর থেকে মাতুঙ্গার বিল্ডিংয়ে একাই থাকতেন তিনি।” পুলিশ জানিয়েছে, সুদের কারবার ছাড়াও ছোটখাটো ব্যবসা করতেন ওই বৃদ্ধা। এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলে দাবি তাদের। পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, “বৃদ্ধা যে গয়না পরে ছিলেন তা-ও চুরি গিয়েছে। আলমারির অবস্থা দেখে বোঝা যাচ্ছে, ডাকাতেরা সমস্ত গয়না-টাকাকড়ি ও দামি জিনিসপত্র নিয়ে গিয়েছে। সন্দেহভাজনদের খুঁজতে আমরা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি।”

এই ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ডাকাতি ও খুনের মামলা রুজু করা হয়েছে।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন