কুয়াশায় দুর্ঘটনা, হরিয়ানায় মৃত ৮

অন্তত ৫০টি গাড়ি তালগোল পাকিয়ে তৈরি হয় ব্যাপক যানজট। আহত ১০।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ০৩:৪৪
Share:

জিপ ও ট্রাকের সংঘর্ষে হরিয়ানায় মৃত্যু হল সাত মহিলা-সহ আট জনের। সোমবার সকালে রোহতক-রেওয়ারি হাইওয়ের উপরে এই দুর্ঘটনার ঘটে। দু’টি গাড়ি মুখোমুখি ধাক্কা লাগায় সেগুলির আশপাশের গাড়িগুলিও একটি আর একটির উপরে উঠে যায়। অন্তত ৫০টি গাড়ি তালগোল পাকিয়ে তৈরি হয় ব্যাপক যানজট। আহত ১০।

Advertisement

পুলিশ জানিয়েছে, শীতের সকালে প্রবল কুয়াশায় দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। মৃতদের প্রত্যেকে জিপটিতে ছিল। গ্রাম থেকে দিল্লির বাইরে নজফগঢ় এলাকায় শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা।

মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement