Delhi Assembly Election 2025

শুক্রে আপ ত্যাগ, শনিতে বিজেপিতে যোগ! ভোটের চার দিন আগে দলবদল দিল্লির আট বিধায়কের

শুক্রবার আপ আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়ালকে চিঠি লিখে দলের সদস্যপদ ছাড়ার কথা জানান আট বিধায়ক। তার ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই আট জনই যোগ দিলেন বিজেপিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৪
Share:

বিজেপিতে যোগ দিলেন আপ ত্যাগী আট বিধায়ক। ছবি: পিটিআই।

দিল্লির বিধানসভা নির্বাচনের আগে চাপ বাড়ল অরবিন্দ কেজরীওয়ালের। শুক্রবারই একসঙ্গে আম আদমি পার্টি (আপ) ছাড়েন আট দলীয় বিধায়ক। তার ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই আট জনই যোগ দিলেন বিজেপিতে। দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে দলবদল করেন তাঁরা।

Advertisement

শুক্রবার আপ আহ্বায়ক কেজরীওয়ালকে চিঠি লিখে দলের সদস্যপদ ছাড়ার কথা জানান আট বিধায়ক। কেন তাঁরা দল ছাড়লেন? দলত্যাগী বিধায়ক বন্দনা গৌর জানিয়েছেন, কেজরীওয়াল এবং আপের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলায় এই সিদ্ধান্ত। তবে আপের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট না-পেয়েই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

বন্দনা ছাড়াও আপ ছাড়ার সিদ্ধান্ত নেন আদর্শ নগরের বিধায়ক পবন শর্মা, মেহরৌলীর বিধায়ক নরেশ যাদব, মাদিপুরের বিধায়ক গিরিশ সোনি, ত্রিলোকপুরীর বিধায়ক রোহিত কুমার, জনকপুরীর বিধায়ক রাজেশ ঋষি, কস্তুরবা নগরের বিধাক মদন লাল এবং বিজিওসানের বিধায়ক বিএস জুন।

Advertisement

আট জনের মধ্যে কেজরীওয়াল এ বার সাত বিধায়ককে পুনরায় ভোটে টিকিট না দিয়ে নতুন মুখ এনেছেন। আদর্শনগর থেকে টিকিট দেওয়া হয়েছে মুকেশ গোয়েলকে। জনকপুরীর আপ প্রার্থী প্রবীণ কুমার, বিজিওসান থেকে সুরেন্দ্র ভরদ্বাজকে টিকিট দিয়েছেন কেজরী। পালামে বন্দনার জায়গায় এ বার আপের টিকিটে লড়ছেন যোগিন্দর সোলাঙ্কী। মেহরৌলীর বিধায়ক নরেশকে প্রথমে টিকিট দিয়েছিল আপ। কিন্তু পরে এক দুর্নীতি মামলায় তাঁর নাম জড়ানোয় কেজরীওয়াল, নরেশকে সরিয়ে টিকিট দেন মহেন্দ্র চৌধরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement