খুন দলিত বৃদ্ধ

মন্দিরে ঢোকার চেষ্টা করায় এক দলিত বৃদ্ধকে (৯০) কুপিয়ে খুন করে পুড়িয়ে মারার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের হামিরপুরে। পুলিশ জানায়, বুধবার বিকেলে খিম্মা আহিরবার নামে নব্বই বছরের ওই দলিত বৃদ্ধ পরিবারের সঙ্গে ময়দানিবাবা মন্দিরে এসেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ০৩:২৪
Share:

মন্দিরে ঢোকার চেষ্টা করায় এক দলিত বৃদ্ধকে (৯০) কুপিয়ে খুন করে পুড়িয়ে মারার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের হামিরপুরে। পুলিশ জানায়, বুধবার বিকেলে খিম্মা আহিরবার নামে নব্বই বছরের ওই দলিত বৃদ্ধ পরিবারের সঙ্গে ময়দানিবাবা মন্দিরে এসেছিলেন। মন্দিরে ঢোকার চেষ্টা করলে সঞ্জয় তিওয়ারি নামে এক ব্যক্তি তাঁকে বাধা দেয় বলে অভিযোগ। বৃদ্ধের কাছ থেকে টাকা চাওয়ারও অভিযোগ উঠেছে সঞ্জয়ের বিরুদ্ধে। কথা না শোনায় একটি কুড়ুল দিয়ে তাঁকে এলোপাথারি আঘাত করতে শুরু করে ওই অভিযুক্ত। মৃত্যু হয় তাঁর। দেহটি কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। নিহত ওই বৃদ্ধ বিলগাঁও গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে অভিযুক্ত সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত সঞ্জয়ের ২ সঙ্গী পলাতক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement