National news

হোমওয়ার্ক না করার ‘শাস্তি’, বেল্ট দিয়ে বেধড়ক মার শিশুকে!

পিঠ ভর্তি কালশিটের দাগ। বয়স মাত্র ৭ বছর। আতঙ্কগ্রস্ত ওই শিশু কেঁদে কেঁদে মাকে বলছিল তার কষ্টের কথা। শিক্ষক তাকে বেল্ট দিয়ে বেধড়ক মেরেছেন। কিন্তু শিশুটির দোষ কি জানেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ১০:৩৬
Share:

জখম শিশুটি। ছবি: টুইটার।

হোমওয়ার্ক না করায় বেল্ট দিয়ে বেধড়ক পেটানো হল ৭ বছরের এক শিশুকে। জখম অবস্থায় ওই শিশু বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষকের অমানবিক সেই মারে তার পিঠ জুড়ে কালশিটে পড়ে গিয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওই শিক্ষককে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরু থেকে কয়েক কিলোমিটার দূরে নেলামাঙ্গালার সেন্ট জোসেফ স্কুলে পড়ে ওই শিশু। ওই স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী সে। গত ১ বছর ধরেই অভিযুক্ত ওই শিক্ষকের কাছে প্রাইভেট টিউশন নিত সে। অন্য দিনের মতো মঙ্গলবারও স্কুল থেকে ফিরে পড়তে গিয়েছিল ওই ছাত্রী। কিন্তু শিক্ষকের দেওয়া হোমওয়ার্ক করা হয়নি। শিক্ষক তাকে হোমওয়ার্ক দেখাতে বললে সে দেখাতে পারেনি। প্রায় সঙ্গে সঙ্গে একটি চামড়ার বেল্ট দিয়ে শিশুটিকে বেধড়ক মারতে শুরু করে অভিযুক্ত ওই শিক্ষক। অসুস্থ অবস্থায় কোনও মতে বাড়ি ফিরে আসে ওই শিশু। এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে, প্রথমে শিক্ষকের মারের কথাও সে বাড়িতে জানায়নি। পরে পোশাক বদলাতে গিয়ে তার মা লক্ষ্য করেন তার পিঠ দগদগে লাল হয়ে রয়েছে। আর পিঠের অনেক অংশে কালশিটেও পড়ে গিয়েছে। কী করে হল জানতে চাওয়ায় মায়ের কাছে কেঁদে ফেলে সে পুরো বিষয়টি জানায়। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: পদকের স্বপ্নে রিও পাড়ি বাংলার ছেলের

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন