Child Abuse

বিচ্ছেদের মামলা বাবা ও মায়ের মধ্যে, দিল্লিতে সেই শিশুর গালে সিগারেটের ছ্যাঁকা

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই শিশুটির বাবা এবং মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। আদালতে নির্দেশ অনুযায়ী, এখন শিশুটি বাবা এবং মায়ের কাছে ৩ মাস করে থাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ১২:১৮
Share:

শিশুর গালে সিগারেটের ছ্যাঁকা। প্রতীকী চিত্র।

বছর সাতেকের শিশুর গালে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল তার তুতো দাদার বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে দক্ষিণ দিল্লির নব সারি এলাকায়। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর ঘটেছিল ওই ঘটনা। তা প্রকাশ্যে আসে ফেব্রুয়ারি মাসে। শিশু সুরক্ষা আইনে মামলা শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই শিশুটির বাবা এবং মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। আদালতের নির্দেশ অনুযায়ী, এখন শিশুটি বাবা এবং মায়ের কাছে ৩ মাস করে থাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৈনিক ফার্মের অনুপম গার্ডেন এলাকায় বাবার বাড়ি শিশুটির। তাঁর কাছে থাকার সময় ওই অত্যাচার হয় শিশুটির উপর।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি শিশুটি ওই ঘটনার কথা প্রথম জানায় তার গৃহশিক্ষককে। তার পর শিশুটির মা তাকে ডাক্তারের কাছেও নিয়ে যান। তিনি অভিযোগ দায়ের করেন পুলিশে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement