Fire at Delhi Airport

টার্মিনালে দাউদাউ করে জ্বলছে বাস, অদূরেই দাঁড়িয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান, আতঙ্ক দিল্লি বিমানবন্দরে

দিল্লি বিমানবন্দরের টার্মিনাল-৩-এর বে-৩২-এর কাছে খালি অবস্থায় দাঁড়িয়ে থাকা বাসে আচমকাই আগুন ধরে যায়। ওই বাসে চাপিয়েই যাত্রীদের সংশ্লিষ্ট বিমানের কাছে পৌঁছে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৫:১৩
Share:

এয়ার ইন্ডিয়া বিমানের অদূরে জ্বলছে বাস। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দিল্লি বিমানবন্দরে টার্মিনাল-৩-এ জ্বলছে এক বাস। তার কয়েক মিটার দূরেই দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়ার বিমান। তবে ওই বাসে কোনও যাত্রী ছিলেন না। তাতেই এড়ানো গেল বড়সড় বিপদ। খালি বাসে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

মঙ্গলবার যে বাসে আগুন লাগার ঘটনাটি ঘটে, সেটি এয়ারপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের। টার্মিনাল-৩-এর বে-৩২-এর কাছে খালি অবস্থায় দাঁড়িয়ে থাকা বাসে আচমকাই আগুন ধরে যায়। ওই বাসে চাপিয়েই যাত্রীদের নিয়ে বিমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। বিভিন্ন বিমানসংস্থা ভাড়া নেয় বাসটিকে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ঘটনাটিকে ‘অপ্রীতিকর’ বলে উল্লেখ করেছেন। জানানো হয়, অগ্নিকাণ্ড নজরে আসার পরেই কয়েক মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সময় খালি বাসটি দাঁড়িয়ে ছিল। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষের কথায়, ‘‘যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপত্তা আমাদের কাছে সব সময়ের জন্য আগে গুরুত্ব পায়।’’

Advertisement

কী ভাবে বাসে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, যখন বাসটিতে আগুন ধরে, তখন তাতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। আগুন ধরার সঙ্গে সঙ্গে চালক বেরিয়ে আসতে পেরেছেন। হতাহতের কোনও ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement