Jaipur Bus Fire

আবার রাজস্থান! বাসের ছাদে রাখা গ্যাস সিলিন্ডার, বাইক, হাই ভোল্টেজ তারে ঠেকতেই আগুন, ঝলসে মৃত দুই

পুলিশ সূত্রে খবর, বাসে করে ইটভাঁটার কর্মীদের নিয়ে টোড়ি গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রামের রাস্তা বাস যাওয়ার সময় হাই ভোল্টেজ তারের সংস্পর্শে চলে আসে সেটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৪:২০
Share:

অগ্নিদগ্ধ সেই বাস। ছবি: সংগৃহীত।

রাজস্থানে আবার যাত্রীবোঝাই বাসে অগ্নিকাণ্ড। ঝলসে মৃত্যু হল দু’জনের। আহত অনেকে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জয়পুরের মনোহরপুরে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ইটভাটার শ্রমিকদের নিয়ে টোড়ি গ্রামে যাচ্ছিল বাসটি। গ্রামের রাস্তা ধরে যাওয়ার সময় হাই ভোল্টেজ তারের সংস্পর্শে চলে আসে সেটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ভিতরে আটকে পড়েন শ্রমিকেরা। স্থানীয়েরাই তাঁদের উদ্ধারের ব্যবস্থা করেন। তবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দু’জনের। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল এবং পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানিয়েছে, যে দু’জনের মৃত্যু হয়েছে তাঁরা সম্পর্কে বাবা-মেয়ে। মৃতদের নাম নাসিম এবং শাহিনাম। আহত হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মহকুমাশাসক জানিয়েছেন, বাসের ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলা হয়েছিল। উত্তরপ্রদেশের বরেলী থেকে শ্রমিকদের নিয়ে আসা হচ্ছিল জয়পুরে। বাসের ছাদে অতিরিক্ত মালবোঝাই করা হয়েছিল। সেখানে যেমন মোটরবাইক ছিল, ছিল ১৫টি গ্যাস সিলিন্ডার। বাসটি টোড়ি গ্রামে ঢুকতেই ১১ হাজার ভোল্টের তার বাসের ছাদে থাকা জিনিসপত্রের সংস্পর্শে আসে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ১৫টি সিলিন্ডারের মধ্যে দু’টি বিস্ফোরণ হয়েছে। আর তাতেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। অনেক যাত্রী ঝলসে যান।

Advertisement

প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই রাজ্যের জৈসলমেরে একটি যাত্রীবোঝাই বাসে আগুন ধরে ঝলসে মৃত্যু হয় ২০ জনের। বাসটি জোধপুরে যাচ্ছিল। সেই সময়েই আগুন ধরে যায়। বাতানুকূল বাস থাকায় স্বয়ংক্রিয় দরজা আটকে যায়। যাত্রীরা ভিতরে আটকে পড়েন। আর তাতেই ঝলসে মৃত্যু হয় ২০ জনের। আহত হন অনেকে। বাসটিতে ৫৭ জন যাত্রী ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement