National news

যাত্রীবোঝাই বাস চালাচ্ছে হনুমান! ভিডিয়ো ভাইরাল

হনুমানকে বাস চালাতে দিয়ে চাকরি খোয়ালেন এক সরকারি বাস চালক। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কর্নাটকে। হনুমানের বাস চালানোর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৮ ১৭:০৯
Share:

বাস চালাচ্ছে হনুমান। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হনুমানকে বাস চালাতে দিয়ে চাকরি খোয়ালেন এক সরকারি বাস চালক। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কর্নাটকে। হনুমানের বাস চালানোর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisement

১ অক্টোবর কর্নাটকেরদাওয়ানগিরি থেকে ভারামাসাগর পর্যন্ত বাস চালিয়ে নিয়ে যাচ্ছিলেন প্রকাশ। ওই বাসের নিত্যযাত্রীদের তালিকায় রয়েছে ওই হনুমানও। হনুমানটি এক ব্যক্তির পোষ্য। তিনি তাকে নিয়ে রোজ বাসে ওঠেন।

এ দিনও তাকে নিয়েই দিব্যি যাচ্ছিলেন মালিক। হঠাৎই তাঁর হাত ছেড়ে চালকের কোলে উঠে পড়ে হনুমানটি। তারপর সোজা স্টিয়ারিংয়ে উঠে বসে। হাত দুটোও স্টিয়ারিংয়ের উপরে রেখে দেয়। ভাবটা এমন, ঠিক যেন যাত্রীবোঝাই বাস চালিয়ে নিয়ে যাচ্ছে সে-ই।

Advertisement

আরও পড়ুন: মত্ত পাখির উপদ্রবে নাজেহাল গিলবার্টবাসী

আর চালক প্রকাশও পশুপ্রেমী বলেই পরিচিত। অনেক টানাটানিতে স্টিয়ারিং থেকে নামানো যায়নি হনুমানটিকে। শেষে প্রকাশও খুশি হয়ে তাকে ওইভাবেই বাস চালাতে দেন। চালক প্রকাশের একটা হাত অবশ্য স্টিয়ারিংয়ে ছিল।

'

এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। কর্নাটক রাজ্য পরিবহণ দফতরের নজরে পড়ে। এতগুলো যাত্রীর জীবন বাজি রেখে এ ভাবে এক হনুমানকে বাস চালাতে দেওয়ার অভিযোগে প্রকাশকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement