National News

মোবাইল কানে বাইকে পুলিশ, ভিডিও তোলায় পথচারীকে চড়

মাথায় হেলমেটও ঠিকঠাক ভাবে পরা নেই। গোটা ঘটনাটা ক্যামেরাবন্দি করেছিলেন এক পথচারী। তিনিও বাইকে চেপে ওই পুলিশকর্মীর পিছনেই আসছিলেন। হঠাৎ বিষয়টি খেয়াল করে বাইক থামিয়ে ওই পথচারীকে সপাটে চড় মারেন ওই পুলিশকর্মী। সঙ্গে কটূক্তিও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭ ১২:০৩
Share:

ট্রাফিক আইন ভাঙছেন কনস্টেবল সুরিন্দর সিংহ। ছবি: টুইটারের সৌজন্যে।

মোবাইল কানে খোশগল্প করতে করতে বাইকে সওয়ার এক পুলিশকর্মী। মাথায় হেলমেটও ঠিকঠাক ভাবে পরা নেই। গোটা ঘটনাটা ক্যামেরাবন্দি করেছিলেন এক পথচারী। তিনিও বাইকে চেপে ওই পুলিশকর্মীর পিছনেই আসছিলেন। হঠাৎ বিষয়টি খেয়াল করে বাইক থামিয়ে ওই পথচারীকে সপাটে চড় মারেন ওই পুলিশকর্মী। সঙ্গে কটূক্তিও। সম্প্রতি সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

আরও পড়ুন: প্রথম বুলেট ট্রেন এ দেশে কবে থেকে চলবে জানেন তো?

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার চণ্ডীগড়ের সেক্টর ৩৬/৩৭ ডিভাইডিং রোডে। ঘটনায় আক্রান্ত বছর উনত্রিশের সুনীত কুমার জানিয়েছেন, ওই দিন চণ্ডীগড় পুলিশের হেড কনস্টেবল সুরিন্দর সিংহ মোবাইল কানে কথা বলতে বলতে বাইকে চেপে যাচ্ছিলেন। তাঁর মাথায় হেলমেট ছিল না। এই বিষয়ে প্রশ্ন করলেই রেগে গিয়ে সুনীতের গালে সপাটে চড় কষান তিনি। সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে ভিডিওটি পৌঁছেছে প্রাক্তন কেন্দ্রীয় ও তথ্য সম্প্রচার মন্ত্রী মণীশ তিওয়ারির কাছে। নিজের টুইটার হ্যান্ডেলে ওই ভিডিওটি পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। চণ্ডীগড় পুলিশের ডিজি তেজেন্দর লুথরার কাছে ঘটনার সত্যতা যাচাই করার জন্য আর্জিও জানিয়েছেন তিনি।

Advertisement

দেখুন মণীশ তিওয়ারির সেই টুইট_

দেখুন মণীশ তিওয়ারির সেই টুইট

আরও পড়ুন: বিশ্ববাজারে দাম কমলেও তেল মহার্ঘই

চণ্ডীগড় পুলিশের এসএসপি (ট্রাফিক) শশাঙ্ক আনন্দ জানিয়েছেন, ইতিমধ্যেই ট্রাফিক আইন ভাঙা এবং সাধারণ নাগরিকের সঙ্গে অভব্য আচরণের জন্য ওই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। কথা বলতে বলতে বাইক চালানো এবং ঠিকঠাক ভাবে হেলমেট না পরার অপরাধে তাঁর বিরুদ্ধে চালানও কাটা হয়েছে। সুরিন্দর সিংহের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করে পরিবহণ এবং লাইসেন্স দফতরে পাঠানো হয়েছে। আগামী তিন মাসের জন্য তাঁর লাইসেন্স বাজেয়াপ্ত হতে পারে বলে জানিয়েছেন এসএসপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement