Anti Naxal Operation

ওড়িশার জঙ্গলে মাওবাদীদের ফেলে রাখা আইই়ডি বিস্ফোরণ! নিহত আধাসেনা জওয়ান

ওড়িশায় একটি পাথরের খাদান থেকে সম্প্রতি বিস্ফোরক পদার্থ চুরি করেছিল মাওবাদীরা। সেগুলির খোঁজেই জঙ্গলে অভিযান চলছিল। ওই অভিযানের সময় মাওবাদীদের ফেলে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় এক আধাসেনা জওয়ানের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৭:৩৬
Share:

বিস্ফোরণের পরে রাস্তার ক্ষতিগ্রস্ত জায়গা। —ফাইল চিত্র।

ওড়িশা-ঝাড়খণ্ড সীমানায় মাওবাদী দমন অভিযান চলাকালীন বিস্ফোরণে নিহত হলেন এক আধাসেনা জওয়ান। শনিবার সকালে ওড়িশার সুন্দরগড় জেলায় ঘন জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল আধাসেনা। মাওবাদীদের চুরি করা বিস্ফোরক খোঁজা হচ্ছিল সারন্ডার জঙ্গলে। ওই সময়েই শালবনের মধ্যে বিস্ফোরণে নিহত হন সিআরপিএফ জওয়ান সত্যবনকুমার সিংহ (৩৪)।

Advertisement

নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, গত ২৭ মে একটি পাথরের খাদান থেকে বিস্ফোরক পদার্থ চুরি করেছিল মাওবাদীরা। সেগুলির খোঁজেই জঙ্গলে অভিযান চলছিল। সুন্দরগড়ের জঙ্গলে ওই অভিযানের সময় একটি ‘ইমপ্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি) বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে গুরুতর জখম হন সিআরপিএফের ১৩৪ নম্বর ব্যাটালিয়নের এএসআই সত্যবন। তাঁর পায়ে চোট লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে ওড়িশার রউরকেলায় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় আধাসেনা জওয়ানের।

সিআরপিএফ এবং ওড়িশা পুলিশের ‘স্পেশাল অপারেশন্‌স গ্রুপ’ (এসওজি) ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ওই অঞ্চলে যৌথ অভিযান চালাচ্ছিল। আধিকারিক সূত্রে খবর, গত মাসে সুন্দরগড়ের ওই পাথর খাদান থেকে প্রায় ৫০০ কেজি বিস্ফোরক চুরি করে মাওবাদীরা। তার মধ্যে এখনও পর্যন্ত তিন চতুর্থাংশ বিস্ফোরক উদ্ধার করেছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। বাকি বিস্ফোরকের খোঁজ চলছিল। এরই মধ্যে শুক্রবার সকালে মাওবাদীদের ফেলে আইইডি বিস্ফোরণে নিহত হলেন আধাসেনা জওয়ান।

Advertisement

শুক্রবারই পৃথক একটি অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েছেন দুই মাওবাদী। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শুক্রবার পূর্বঘাট পাহাড়ঘেরা সোদিগুড়া এবং তেঁতুলিগুড়া গ্রামের অদূরের জঙ্গলে হানা দিয়েছিল বিএসএফ এবং ওড়িশা পুলিশের বিশেষ মাওবাদী দমন বাহিনী এসওজি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement