Chandrashekhar Azad

শর্ত-স্বস্তি আজাদের

দিল্লিতে আজাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, এমন কোনও তথ্য সামনে নিয়ে আসতে পারেনি পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ০৩:৩২
Share:

চন্দ্রশেখর আজাদ। ছবি: পিটিআই।

আদালতে স্বস্তি মিলল ভীম সেনার নেতা চন্দ্রশেখর আজাদের। দিল্লির একটি আদালত আজ তাঁর জামিনের শর্ত বদলে রাজধানীতে যাতায়াতের অনুমতি দিয়েছে। তবে তাঁর রোজকার কর্মসূচি ও সফরের বিষয়টি পুলিশকে নিয়মিত ভাবে জানাতে হবে।

Advertisement

দিল্লিতে আজাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, এমন কোনও তথ্য সামনে নিয়ে আসতে পারেনি পুলিশ। তিস হাজারি আদালতের অতিরিক্ত দায়রা বিচারক কামিনী লাউ আজ চন্দ্রশেখরের জামিন সংশোধনের আর্জি গ্রহণ করেন। যেখানে বলা হয়েছে, আজাদ দিল্লির বাসিন্দা। তিনি কোনও অপরাধী নন। ফলে চিকিৎসা বাদ দিয়ে তিনি চার সপ্তাহ রাজধানীতে ঢুকতে পারবেন না, জামিনের এমন শর্ত অগণতান্ত্রিক, তাঁর মৌলিক অধিকারের পরিপন্থী। বিচারক বলেছেন, ‘‘গণতন্ত্রে ভোট হল সবথেকে বড় উৎসব, যেখানে মানুষের যোগদান জরুরি। ফলে চন্দ্রশেখরকে ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।’’ সরকারি আইনজীবী দাবি করেছিলেন, আজাদ ঘৃণা ছড়াচ্ছেন। বিচারক তা মানতে চাননি। বরং তিনি মনে করিয়ে দেন, এফআইআরে এই ধরনের কোনও অভিযোগ নেই। আদালত মনে করছে, অধিকাংশ অভিযোগই জামিন যোগ্য। আর অভিযুক্ত চন্দ্রশেখর জামিন অযোগ্য কোনও অপরাধে জড়িত ছিলেন, প্রাথমিক ভাবে এমন কোনও তথ্য নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন