Uttarakhand

যানজট এড়িয়ে নির্বিঘ্নে কেদারনাথ পৌঁছোতে অ্যাম্বুল্যান্স ভাড়া করেন পুণ্যার্থীরা! কী ঘটল তার পর...

১৪ জুন কয়েক জন পুণ্যার্থী হরিদ্বার থেকে কেদারনাথের উদ্দেশে রওনা দিয়েছিলেন। যানজট এড়িয়ে তাড়াতাড়ি মন্দিরে পৌঁছোতে দু’টি অ্যাম্বুল্যান্স ভাড়া করেছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৮:২৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

যানজট এড়িয়ে নির্বিঘ্নে দ্রুত কেদারনাথ ধামে পৌঁছোতে চেয়েছিলেন। সেই মতো পরিকল্পনা করে অ্যাম্বুল্যান্স ভাড়া করে ‘জরুরি’ পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। পরিকল্পনামাফিক রওনা দিলেও পুণ্যার্থীদের পথ আটকায় পুলিশ। মাঝপথেই ধরা পড়েন তাঁরা। সোনপ্রয়াগ পুলিশ বাজেয়াপ্ত করে দু’টি অ্যাম্বুল্যান্সই। শুধু তা-ই নয়, অ্যাম্বুল্যান্সের দুই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ।

Advertisement

১৪ জুন ওই পুণ্যার্থীরা হরিদ্বার থেকে কেদারনাথের উদ্দেশে রওনা দিয়েছিলেন। যানজট এড়িয়ে তাড়াতাড়ি মন্দিরে পৌঁছোতে দু’টি অ্যাম্বুল্যান্স ভাড়া করেছিলেন তাঁরা। ওই পুণ্যার্থীদের ধারণা ছিল, কোনও অ্যাম্বুল্যান্স আটকাবে না পুলিশ! সাইরেন বাজিয়ে কেদারনাথের উদ্দেশে যাত্রা করে ওই অ্যাম্বুল্যান্স। একের পর এক চেকপোস্ট অতিক্রম করে গেলেও তারা আটকে যায় সোনপ্রয়াগে। তাদের সন্দেহ হওয়ায় অ্যাম্বুল্যান্সগুলি আটকায় পুলিশ।

জানা গিয়েছে, গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার পথে যখনই কোনও পুণ্যার্থী হন বা জরুরি পরিস্থিতিতে পড়েন, তখনই সমস্ত চেকপোস্টে বিষয়টি জানানো হয়। তবে সোনপ্রয়াগের পুলিশের কাছে ওই দুই অ্যাম্বুল্যান্স সম্পর্কে কোনও তথ্য ছিল না। ওই চেকপোস্ট দিয়ে সাইরেন বাজিয়ে অ্যাম্বুল্যান্স দু’টি পার হওয়ার চেষ্টা করলে তা আটকায় পুলিশ।

Advertisement

পুলিশ অ্যাম্বুল্যান্সের ভিতরে তল্লাশি চালিয়ে দেখে, কেউ অসুস্থ নন। তার পরেই সকলকে অ্যাম্বুল্যান্স থেকে নামিয়ে দেওয়া হয়। অ্যাম্বুল্যান্সগুলির মধ্যে একটি রাজস্থানের, অন্যটি হরিদ্বার থেকে ভাড়া করা হয়। দুই অ্যাম্বুল্যান্স চালককেই জরিমানা করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement