— প্রতিনিধিত্বমূলক চিত্র।
একই দিনে এয়ার ইন্ডিয়ার তিনটি বিমানে বিভ্রাট দেখা দিল। বিমানবন্দরে এসেও গন্তব্যের উদ্দেশে রওনাই দিতে পারলেন না যাত্রীরা। পর পর বিমানবিভ্রাটের ঘটনায় প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া।
সান ফ্রান্সিসকো-মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমান
সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। সোমবার রাতে এয়ার ইন্ডিয়ার এআই ১৮০ বিমানটি কলকাতায় নামে। তার পর সেখান থেকেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। জানা যায়, সোমবার রাত পৌনে ১টা নাগাদ দমদমে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছোয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭-২০০ এলআর বিমানটি। কিন্তু কলকাতায় নামার পরই ওই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
কলকাতা বিমানবন্দরে আটকে পড়া বিমানটি নিয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা হয়। কিন্তু শেষ পর্যন্ত তা সারানো যায়নি। ভোর ৫টা ২০ মিনিট নাগাদ সকল যাত্রীকে বিমান থেকে নেমে যেতে বলা হয়। এআই ১৮০-র পাইলট ঘোষণা করেন, বিমানের সুরক্ষাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের জন্য ‘বিশেষ ব্যবস্থা’ করা হয় উড়ান সংস্থার তরফে। যাত্রীদের একাংশ বিকল্প মুম্বইগামী বিমানের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন কর্তৃপক্ষকে। কেউ কেউ বিকল্প বিমানে মুম্বই যাত্রার সুবিধা পেলেও বাকিদের অপেক্ষা করতে হয় কলকাতা বিমানবন্দরেই। যাত্রীদের জন্য হোটেলের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে বিমান সংস্থার তরফে। তবে বিকল্প বিমানের ব্যবস্থা এখনও করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
অহমদাবাদ-লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান
আবার অহমদাবাদ-লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানে গোলযোগ। মঙ্গলবার অহমদাবাদ থেকে লন্ডরের গ্যাটউইকের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এআই ১৫৯ বিমানটির। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও তা অহমদাবাদ থেকে ওড়েনি। পরে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, বিমানটি বাতিল করা হয়েছে। প্রথমে জানা যায়, বিমানে যান্ত্রিক ত্রুটির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এয়ার ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানায়, বিমান কম থাকার জন্য উড়ান বাতিল করা হয়েছে। উল্লেখ্য, ইরান-ইজ়রায়েল সংঘাতের কারণে পশ্চিম এশিয়ার অনেক আকাশপথই বন্ধ। ফলে কিছু বিমানকে ঘুরপথে গন্তব্যে যেতে হচ্ছে। সময়ও লাগছে বেশি।
দিল্লি-প্যারিসগামী এয়ার ইন্ডিয়ার বিমান
মঙ্গলবার দিল্লি থেকে প্যারিসগামী এয়ার ইন্ডিয়ার বিমানটিও বাতিল করলেন কর্তৃপক্ষ। ওড়ার আগে পরীক্ষা করার সময় এআই ১৪৩ বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যদিও পরে তা সমাধান করা হয়। কিন্তু বিমানটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় বলেই জানিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। যান্ত্রিক ত্রুটি সারানোর পরেও কেন বাতিল উড়ান? এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে রাতে বিমান চলাচলের উপর বিধিনিষেধ থাকার কারণেই বাতিল করা হয় প্যারিসগামী এয়ার ইন্ডিয়া বিমানটি। যাত্রীদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে। কেউ যদি টিকিটের টাকা ফেরত চান, তবে তারও বন্দোবস্ত করা হচ্ছে। শুধু তা-ই নয়, ১৮ জুন (বুধবার) প্যারিস থেকে দিল্লিতে আসার এয়ার ইন্ডিয়া বিমানও বাতিল থাকছে।
কেন বার বার বিমানবিভ্রাট ঘটছে, তা নিয়ে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিল মঙ্গলবার। ডিজিসিএ-র ডিরেক্টর ফৈয়জ আহমেদ এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তবে সেই বৈঠকে কী আলোচনা হয়েছে, তা এখনও জানা যায়নি।