যান্ত্রিক গোলযোগের কারণে ব্রিটেনগামী বিমানের উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া। —ফাইল চিত্র।
পর্যাপ্ত বিমান নেই। তাই অহমদাবাদ বিমানবন্দর থেকে ব্রিটেনের গ্যাটউইকগামী বিমান বাতিলই করে দিল এয়ার ইন্ডিয়া। গত বৃহস্পতিবার অহমদাবাদ বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার কিছু ক্ষণ পরেই দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার গ্যাটউইকগামী বিমান এআই ১৭১। তার পর তিন দিন পরিষেবা বন্ধ থাকার পরে সোমবার প্রথম বিমানটি গ্যাটউইক উড়ে যায়। সে দিন অবশ্য পরিষেবা স্বাভাবিকই ছিল।
মঙ্গলবার প্রথমে জানা গিয়েছিল, বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে উড়ান বাতিল করা হয়েছে। পরে এয়ার ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, বিমান কম থাকার জন্য উড়ান বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনের গ্যাটউইকগামী বিমান এআই ১৭১। ওড়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ে সেটি। বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়। এক জন আরোহী বেঁচে যান। বিশ্বাসকুমার রমেশ নামে ওই যাত্রী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। বিমানটি বসতি এলাকায় ভেঙে পড়ে। সে কারণে ওই এলাকাতেও অনেকেই হতাহত হন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় বিমানের ২৪১ জন সওয়ারি-সহ ২৭৪ জনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
ওই দুর্ঘটনার পরেই অহমদাবাদ থেকে লন্ডনগামী বিমানের নম্বর বদলে এআই ১৫৯ করে এয়ার ইন্ডিয়া। অবশ্য নির্দিষ্ট সংখ্যার বিমান বড়সড় দুর্ঘটনার কবলে পড়লে ওই সংখ্যা পুনরায় ব্যবহার না-করাই দস্তুর।