National news

মন কষাকষি স্ত্রীর সঙ্গে, এর পর স্বামী কী করলেন দেখুন...

ফল? মদ খেয়ে এলাকায় আগুন ধরিয়ে দিয়ে আপাতত শ্রীঘরে স্বামী! সম্প্রতি তিরুচিরাপল্লিতে ঘটনাটি ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১১
Share:

প্রতীকী ছবি।

একে তো বাড়ির অশান্তি, তার উপর গত সাত দিন ধরে স্ত্রীও কথা বলা বন্ধ করে দিয়েছে। ফল? মদ খেয়ে এলাকায় আগুন ধরিয়ে দিয়ে আপাতত শ্রীঘরে স্বামী! সম্প্রতি তিরুচিরাপল্লিতে ঘটনাটি ঘটেছে।

Advertisement

ওই যুবকের নাম জানায়নি পুলিশ। তবে জানা গিয়েছে, তাঁর বয়স ৩০ বছর। তাঁর স্ত্রী একটি হাসপাতালে কাজ করেন। কিন্তু ওই যুবক বেকার। আর তাঁর চাকরি করারও তেমন কোনও ইচ্ছা নেই।

এই নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকত। স্ত্রী বারবার তাঁকে চাকরি করার জন্য জোরাজুরিও করতেন। কিন্তু যুবক তাতে কর্ণপাত করতেন না। সম্প্রতি চাকরির একটা সুযোগও এসেছিল। সেটাও কাজে লাগাননি।

Advertisement

আরও পড়ুন: শ্বশুরকে গাছে বেঁধে বউমাকে নগ্ন করে মারধর, যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো, তোলপাড় অসম

পুলিশ জানিয়েছে, এতেই চটে যান স্ত্রী। তাঁর সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন। সপ্তাহখানেক ধরে যুবকের সঙ্গে কোনও কথা তিনি বলেননি।

স্ত্রীর বিরূপ মনোভাব মেনে নিতে না পেরে শুক্রবার রাতে মত্ত অবস্থায় প্রথমে এলাকার দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে পরে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেন। এতেও ক্ষান্ত হননি। এর পর বাড়ির কাছে একটি মোটরবাইকেও আগুন লাগিয়ে দেন।

আরও পড়ুন: প্রতিদিন রাস্তায় পিছু নিচ্ছে একই লোক, আত্মঘাতী দিল্লির স্কুল ছাত্রী

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পরদিন তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

কিন্তু যার জন্য এত কিছু করে শ্রীঘরে গেলেন, এতে কি তাঁর বিরূপ মনোভাব আদৌ বদলাবে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement